
মেটা তাদের জনপ্রিয় মেসেঞ্জার ডেস্কটপ অ্যাপ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। সংস্থার ঘোষণা অনুযায়ী, আগামী ১৫ ডিসেম্বর থেকে উইন্ডোজ ও ম্যাক দুই প্ল্যাটফর্মেই মেসেঞ্জারের স্ট্যান্ডঅ্যালোন ডেস্কটপ অ্যাপ আর ব্যবহার করা যাবে না। ওই দিন থেকে অ্যাপে লগইন করলে ব্যবহারকারীদের স্বয়ংক্রিয়ভাবে ফেসবুকের ওয়েবসাইটে রিডিরেক্ট করা হবে। অর্থাৎ ডেস্কটপে আর অ্যাপের মাধ্যমে মেসেজ পাঠানো বা গ্রহণ করা সম্ভব হবে না।
মেটা জানিয়েছে, ব্যবহারকারীরা শাটডাউন প্রক্রিয়া শুরুর আগে ইন-অ্যাপ নোটিফিকেশন পাবেন। নোটিফিকেশন পাওয়ার পরও ৬০ দিন পর্যন্ত তারা অ্যাপটি ব্যবহার করতে পারবেন। তার পরে এটি সম্পূর্ণভাবে ব্লক হয়ে যাবে এবং আনইনস্টল করার পরামর্শ দেওয়া হয়েছে। অনেকের মনে প্রশ্ন, এতে চ্যাট হিস্ট্রি কি মুছে যাবে? মেটা জানিয়েছে, প্রয়োজনীয় পদক্ষেপ নিলে চ্যাট হারাবে না। এজন্য ব্যবহারকারীদের ‘সিকিউর স্টোরেজ’ চালু করে একটি পিন সেট করতে হবে, যাতে চ্যাট ডেটা নিরাপদে থেকে যায় এবং ওয়েব ভার্সনে সহজে পুনরুদ্ধার করা যায়।
যারা ফেসবুক অ্যাকাউন্ট ছাড়াই শুধু মেসেঞ্জার ব্যবহার করেন, তাদেরও চিন্তার কিছু নেই। ডেস্কটপ অ্যাপ বন্ধ হলেও messenger.com-এ লগইন করে তারা আগের মতোই চ্যাট চালিয়ে যেতে পারবেন।
এই সিদ্ধান্ত আসে এক বছর পর, যখন মেটা নেটিভ অ্যাপের পরিবর্তে প্রগ্রেসিভ ওয়েব অ্যাপ চালু করেছিল। সংস্থার মতে, নতুন ওয়েব ভার্সন আরও হালকা, দ্রুত এবং সুরক্ষিত অভিজ্ঞতা দেবে। ফলে ডেস্কটপ অ্যাপটি ধীরে ধীরে অপ্রয়োজনীয় হয়ে পড়েছে।
তবে অনেক ব্যবহারকারী এখনও ডেস্কটপ ভার্সনে কাজের সুবিধা পেতেন। তাই মেটার এই পদক্ষেপে কিছুটা হতাশাও দেখা যাচ্ছে। এখন দেখা যাক, ওয়েব সংস্করণ সেই ঘাটতি কতটা পূরণ করতে পারে।
