
অস্ট্রেলিয়ার পার্থে প্রথম ওয়ানডেতে শুরুটা স্বপ্ন নয়, দুঃস্বপ্নই দেখল টিম ইন্ডিয়া। রোহিত শর্মা ও বিরাট কোহলির বহু প্রতীক্ষিত প্রত্যাবর্তনও ব্যর্থতায় ঢাকা পড়ল। পাওয়ারপ্লে শেষ হওয়ার আগেই ভারত হারাল তিনটি গুরুত্বপূর্ণ উইকেট, আর সেই সময়েই বৃষ্টি এসে খেলা বন্ধ হয়ে যায়।
টস জিতে বোলিং নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ। মেঘলা আকাশ, আর্দ্র উইকেট ঠিক এমন পরিস্থিতির সুযোগ নেন মিচেল স্টার্ক ও জশ হ্যাজেলউড। রোহিত শর্মা মাত্র ৮ রান করে দ্বিতীয় স্লিপে ক্যাচ দেন। এর পরেই ফেরেন বিরাট কোহলি, শূন্য রানে স্টার্কের গতির সামনে অসহায়ভাবে উইকেট হারিয়ে মাঠ ছাড়েন। ভারত তখন ২১ রানে দুই উইকেট খুইয়ে ধুঁকছে।
অধিনায়ক শুভমন গিল কিছুটা লড়াই করার চেষ্টা করলেও বেশিক্ষণ টিকতে পারেননি। নাথান এলিসের বলে মাত্র ১০ রানে ফিরতে হয় তাঁকেও। ততক্ষণে ৮.৩ ওভার শেষে স্কোরবোর্ডে মাত্র ২৫ রান, তিন উইকেট গিয়ে গেছে। পার্থের পিচে সুইং ও বাউন্সের জাদুতে দিশেহারা ভারতীয় ব্যাটাররা।
অন্যদিকে, অজি পেসারদের আগুনে বোলিংয়ে উত্তেজনা তুঙ্গে। স্ট্যান্ডে মুখ থুবড়ে পড়েছে ভারতীয় দর্শকদের উচ্ছ্বাস। তৃতীয় উইকেট পড়তেই নামল বৃষ্টি, আর খেলা আপাতত থেমে যায়।
এই ম্যাচে ভারতের একাদশে ছিলেন রোহিত শর্মা, বিরাট কোহলি, শুভমন গিল (অধিনায়ক), শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, নীতিশ রেড্ডি, হর্ষিত রানা, মহম্মদ সিরাজ ও আর্শদীপ সিং। অস্ট্রেলিয়ার দলে নেতৃত্বে মিচেল মার্শের সঙ্গে ছিলেন ট্র্যাভিস হেড, জশ ফিলিপ, ম্যাট রেনশ, কুপার কনলি, মিচেল স্টার্ক, নাথান এলিস ও জশ হ্যাজেলউড।
ভারতীয় ইনিংসের এমন বিপর্যয়ের পর বৃষ্টির বিরতি যেন আরও অনিশ্চয়তা বাড়িয়ে দিয়েছে পার্থের আকাশ থামবে কি, নাকি এই বৃষ্টি ভাসিয়ে দেবে পুরো ম্যাচটাই, এখন তাকিয়ে কেবল সময়ের দিকেই।
