
দীপাবলির আগেই বলিউডে সুখবর। অভিনেত্রী পরিণীতি চোপড়া মা হয়েছেন। রবিবার দিল্লির এক হাসপাতালে তিনি পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। খুশির খবরটি নিজেই সামাজিক মাধ্যমে জানিয়েছেন পরিণীতি ও তাঁর স্বামী রাঘব চড্ডা। নতুন অতিথির আগমনের সঙ্গে পরিবারে আনন্দের বন্যা বইছে।
পরিণীতি বিয়ের পর থেকে কাজ থেকে বিরত ছিলেন। রাঘবের কর্মস্থল দিল্লিতে হওয়ায় অভিনেত্রীও এখন সেখানে স্থায়ীভাবে থাকবেন। সন্তান জন্মের খবর প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গে অনুরাগীরা সামাজিক মাধ্যমে অভিনন্দন জানাতে শুরু করেছেন।
চলতি বছরের অগাস্টে একটি কেকের ছবি পোস্ট করে পরিণীতি ও রাঘব আগাম সুখবরের ইঙ্গিত দিয়েছিলেন। বিয়ের পর থেকে তাঁদের জীবনধারা বদলে গেছে, আর এবার পরিবারের নতুন সদস্যের আগমন তা আরও সম্পূর্ণ করেছে।
পরিবারে সন্তানের আগমনের সঙ্গে সঙ্গে পরিণীতি-রাঘবের জীবনে নতুন আনন্দ, দায়িত্ব ও উত্তেজনা শুরু হয়েছে। এই সুখবর শুধু তাদের জন্য নয়, ভক্তদের মধ্যেও উৎসাহের সৃষ্টি করেছে। দীপাবলির আগেই এই সুখবর বলিউডে এবং সামাজিক মাধ্যমে এক আলাদা খুশির জোয়ার বইয়ে দিয়েছে।
