
বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে টানা বৃষ্টিতে বিপর্যস্ত তামিলনাড়ু। চেন্নাই, ভিল্লুপুরম, চেঙ্গলপাট্টু ও কাড্ডালোর জেলায় জল জমে জীবনযাত্রা প্রায় স্তব্ধ। আবহাওয়া দফতর জানিয়েছে, চেন্নাই উপকূল থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে এই নিম্নচাপটি অবস্থান করছে এবং বুধবার দুপুরের পর তা আরও শক্তিশালী হয়ে উত্তর তামিলনাড়ু, পদুচেরি ও দক্ষিণ অন্ধ্রপ্রদেশের উপকূলের দিকে ধেয়ে আসতে পারে। ফলে ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
পরিস্থিতি সামাল দিতে মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন রাজ্যজুড়ে উদ্ধার ও ত্রাণ ব্যবস্থার পর্যালোচনা করছেন। চেন্নাইয়ের ভেলাচেরি, মেদাভক্কম ও পাল্লিকারানাইয়ের মতো এলাকাগুলিতে জলবন্দি অবস্থা তৈরি হয়েছে। চরম সতর্কতা হিসেবে উপকূলবর্তী আট জেলায় ‘লাল সতর্কতা’ জারি করা হয়েছে এবং ভারী বৃষ্টিপ্রবণ জেলাগুলিতে স্কুল-কলেজ বন্ধ রাখা হয়েছে।
এদিকে, প্রতিবেশী পদুচেরিতেও ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় বুধবার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের নির্দেশ জারি হয়েছে। দক্ষিণ-পূর্ব আরব সাগরের উপরেও আরেকটি গভীর নিম্নচাপ সক্রিয় থাকায় আবহাওয়াবিদরা আরও কয়েক দিন বৃষ্টি চলবে বলে সতর্ক করেছেন। রবিবার রাত থেকে টানা বৃষ্টি তামিলনাড়ুর বহু জায়গায় প্লাবনের আশঙ্কা বাড়িয়েছে। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনতে প্রশাসন সর্বোচ্চ প্রস্তুতিতে রয়েছে।
