
দুর্গাপুরের এক বেসরকারি মেডিকেল কলেজে দ্বিতীয় বর্ষের ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের ঘটনায় গ্রেফতার ছয় অভিযুক্তের জামিন খারিজ করেছে আদালত। বুধবার চার অভিযুক্তকে আদালতে হাজির করা হয়, বাকিদের আগের দিনই তোলা হয়েছিল বিচারকের সামনে। প্রত্যেককে জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। আদালত জানিয়েছে, আগামী ২৪ অক্টোবর ধৃতদের টিআই প্যারেড হবে, এবং ২৭ অক্টোবর মামলার পরবর্তী শুনানি নির্ধারিত হয়েছে।
জানা গিয়েছে, ১০ অক্টোবর কলেজ ক্যাম্পাসের বাইরে ওই ছাত্রীর ওপর হামলা হয়। প্রথমে এক সহপাঠী ছাত্র, পরে লাগোয়া গ্রামের আরও পাঁচ জন মিলে তাকে নির্যাতন করে বলে অভিযোগ। পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্তদের বিরুদ্ধে গণধর্ষণ, সঙ্ঘবদ্ধ অপরাধ, ছিনতাই ও হুমকি দিয়ে অর্থ আদায়ের মতো গুরুতর ধারায় মামলা হয়েছে। সম্প্রতি দুই অভিযুক্তের বিরুদ্ধে আরও কয়েকটি ধারা যোগ করা হয়েছে যেমন তোলাবাজি, অবৈধভাবে আটকে রাখা এবং মহিলার শালীনতা লঙ্ঘনের অভিযোগ।
মামলার তদন্তকারীরা মনে করছেন, পুরো ঘটনাটি তিন ধাপে ঘটেছে প্রথমে ধর্ষণ, পরে গণধর্ষণ, শেষে অর্থ আদায়ের চেষ্টা। এই অনুযায়ীই মামলা সাজানো হয়েছে। আদালতে নির্যাতিতার সঙ্গে থাকা এক সহপাঠীর হোয়াটসঅ্যাপ চ্যাটও খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে এখন সব চোখ টিআই প্যারেডে, যেখানে ভুক্তভোগী অভিযুক্তদের সনাক্ত করবেন। এই ঘটনার পর মেডিকেল কলেজ চত্বর ও আশপাশে নিরাপত্তা আরও কড়া করা হয়েছে।
