
কেরল সফরে গিয়ে বড় দুর্ঘটনার মুখে পড়লেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বুধবার সকালে পাঠানমথিত্তার প্রামাদম স্টেডিয়ামে অবতরণের সময় তাঁর হেলিকপ্টারের ভারে নতুন তৈরি হেলিপ্যাডের একাংশ ভেঙে পড়ে। মুহূর্তের মধ্যেই আটকে যায় হেলিকপ্টারটি। ভিতরে ছিলেন রাষ্ট্রপতি নিজে। সৌভাগ্যবশত বড় বিপদ এড়ানো যায়, তিনি সম্পূর্ণ নিরাপদ আছেন।
ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে পৌঁছে যায় পুলিশ ও দমকল বাহিনী। হেলিকপ্টারটিকে সতর্কতার সঙ্গে সরিয়ে নেওয়া হয়। জানা গেছে, রাষ্ট্রপতির হেলিকপ্টারটি ভারতীয় বায়ুসেনার এমআই–১৭ মডেলের ছিল। খারাপ আবহাওয়ার কারণে মূল পরিকল্পনা বদলে শেষ মুহূর্তে প্রামাদম স্টেডিয়ামে অবতরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। মঙ্গলবার বিকেলেই ওই হেলিপ্যাড দ্রুত তৈরি করা হয়, কিন্তু মাটি ঠিকমতো শক্ত না হওয়ায় অবতরণের পরই সেটি ধসে পড়ে।
চারদিনের কেরল সফরে গিয়েছেন রাষ্ট্রপতি মুর্মু। বুধবার সকালে তিনি শবরীমালা মন্দিরের উদ্দেশে রওনা দেন। দুর্ঘটনার পর তাঁকে দ্রুত নিরাপদে বের করে আনা হয় এবং সড়কপথে মন্দিরে যাওয়ার ব্যবস্থা করা হয়। স্বামী আয়প্পান রোড ও ঐতিহ্যবাহী ট্রেকিং পথ ধরে তিনি পৌঁছন সান্নিধানম।
রাষ্ট্রপতির এই সফরে রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার ও মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন তাঁকে স্বাগত জানান। দুর্ঘটনা ঘিরে প্রশাসনিক মহলে চাঞ্চল্য ছড়ালেও রাষ্ট্রপতি স্বাভাবিক ভাবেই নিজের কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। হেলিপ্যাড তৈরির ত্রুটিই যে এই বিপত্তির কারণ, তা প্রাথমিকভাবে নিশ্চিত করেছে প্রশাসন। অল্পের জন্য বড়সড় বিপর্যয় এড়ানো গেল এই নিঃশ্বাস ফেলছে গোটা কেরল।
