
ন্যাশনাল বোর্ড অফ এক্জ়ামিনেশন ইন মেডিক্যাল সায়েন্সেস (এনবিইএমএস) আবারও মেডিক্যাল সুপারস্পেশ্যালিটি জাতীয় স্তরের পরীক্ষা, নিট এসএস-এর তারিখ পরিবর্তন করেছে। মূলত এই পরীক্ষা বিশেষজ্ঞ চিকিৎসক হওয়ার জন্য প্রয়োজনীয় ডিএম, এমসিএচ ও ডিআরএনবি কোর্স সম্পন্ন শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয়।
প্রথমে পরীক্ষা হওয়ার কথা ছিল ৭ এবং ৮ নভেম্বর। পরে বিজ্ঞপ্তি প্রকাশ করে তারিখ পরিবর্তন করে ২৭ ও ২৮ নভেম্বর ঠিক করা হয়েছিল। কিন্তু সর্বশেষ বুধবার প্রকাশিত নতুন বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এবার দেশজুড়ে পরীক্ষা হবে ২৭ ও ২৮ ডিসেম্বর। ন্যাশনাল মেডিক্যাল কমিশন এবং কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অনুমোদনেই এই পরিবর্তন করা হয়েছে।
পরীক্ষা দুই ভাগে অনুষ্ঠিত হবে। প্রথম ভাগ সকাল ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত চলবে, দ্বিতীয় ভাগ দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। প্রতিটি পরীক্ষার জন্য ১৫০টি মাল্টিপল চয়েস প্রশ্ন থাকবে এবং সর্বমোট নম্বর হবে ৬০০। পরীক্ষার সময়কাল হবে আড়াই ঘণ্টা।
এবারের পরীক্ষায় শুধু এমডি, এমএস এবং ডিএনবি সম্পন্ন শিক্ষার্থীরাই অংশ নিতে পারবেন। এনবিইএমএস প্রতি বছর এই পরীক্ষার আয়োজন করে, যা দেশের বিভিন্ন মেডিক্যাল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে সুপার স্পেশ্যালিটি কোর্সে ভর্তি হওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।
পরীক্ষার তারিখ পরিবর্তনের কারণে শিক্ষার্থীদের প্রস্তুতিতে কিছুটা চাপ সৃষ্টি হলেও, তারা নতুন সূচি অনুযায়ী প্রস্তুতি নিতে পারবেন। এবারের সিদ্ধান্ত শিক্ষার্থীদের সুবিধার্থে নেওয়া হয়েছে বলে বোর্ড জানিয়েছে।
এনবিইএমএস ও কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই পদক্ষেপ শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ সময়সূচি নির্ধারণের পাশাপাশি পরীক্ষা সংক্রান্ত যেকোনো বিভ্রান্তি কমানোর উদ্দেশ্যেও নেওয়া হয়েছে।
