
দীপাবলির আগমনে ফ্যাশন দুনিয়া জমে উঠেছে উৎসবের রঙে। সেই আবহেই ফ্লোটেল-এ আয়োজন করলেন ডিজাইনার রাইকিশোরী তাঁর নতুন ফেস্টিভ কালেকশনের ফোটোশ্যুট। টলিউডের তারকা চৈতি ঘোষাল, কাঞ্চনা মৈত্র, পাপিয়া অধিকারী, আলেকজান্ডার ও প্রীতি এই ঝলমলে আয়োজনের মুখ হয়ে উঠলেন।
রাইকিশোরীর এই ফেস্টিভ কালেকশন ট্র্যাডিশনাল ও ট্রেন্ডি ডিজাইনের মেলবন্ধন। শিফন শাড়ির সঙ্গে স্টাইলিশ ব্লেজার, মুক্তো ও বিডসের কাজের বেল্ট সব মিলিয়ে এক অন্যরকম গ্ল্যামার ফুটে উঠেছে। রাতের অনুষ্ঠানের জন্য প্রিন্টেড ভেলভেট ব্লেজার বা কালো শিফন শাড়ির সঙ্গে হালকা গয়না এই সিজনের বিশেষ ট্রেন্ড হিসেবে নজর কেড়েছে।
পুরুষদের জন্য রাইকিশোরী এনেছেন প্যাচওয়ার্ক ওয়েস্ট কোট ও প্রিন্টেড টি-শার্টের কম্বিনেশন, যা ঠান্ডা সন্ধ্যার জন্য আদর্শ। প্লাস সাইজদের জন্যও রয়েছে বিশেষ থ্রি-পিস স্যুট, সঙ্গে অক্সিডাইজড গয়নার টাচ। আর বিয়ের মরসুমে নজর কাড়ছে লেহেঙ্গার সম্ভার ভেলভেট ও হ্যান্ডলুম কাপড়ে ফ্লোরাল প্রিন্টের নানান ডিজাইন, সঙ্গে পুরুষদের জন্য মেরুন ভেলভেট ব্লেজার ও হাতে বোনা উলের ফুলের সংযোজন।
এই ফ্যাশন ফোটোশ্যুটে পোশাক ও স্টাইলিংয়ের দায়িত্বে ছিলেন রাইকিশোরী কালেকশন, সহযোগিতায় কেয়া ও পায়েল মৌসুমী। ক্যামেরার পিছনে ছিলেন রিয়ান ও সোম। উৎসবের মরসুমে ঐতিহ্য ও আধুনিকতার সুন্দর মেলবন্ধনে রাইকিশোরীর এই কালেকশন টলিউডের ফ্যাশন জগতে এনে দিল নতুন প্রাণ।
