
মহিলাদের বিশ্বকাপের সেমিফাইনাল দৌড়ে এখন জমজমাট লড়াই চলছে ভারত, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার মধ্যে। ইতিমধ্যেই অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা নিশ্চিত করেছে শেষ চারের টিকিট। এখন বাকি একটি জায়গা নিয়েই রুদ্ধশ্বাস অঙ্কের খেলা।
বর্তমানে তিন দলেরই পয়েন্ট ৪। তবে নেট রান রেটে ভারত এগিয়ে আছে +০.৫২৬ নিয়ে, ফলে হরমনপ্রীত কৌরদের হাতে এখনও পরিষ্কার সুযোগ রয়েছে। ইন্দোরে বৃহস্পতিবার নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ভারত। এই ম্যাচই কার্যত সেমিফাইনালে যাওয়ার টিকিট নির্ধারণ করবে। ভারত যদি নিউজিল্যান্ড ও বাংলাদেশ দু’দলকেই হারায়, সরাসরি শেষ চারে পৌঁছে যাবে। তবে নিউজিল্যান্ডের কাছে হারলে এবং বাংলাদেশকে হারালেও, অন্য ম্যাচের ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে।
নিউজিল্যান্ডের অবস্থা ভারতের মতোই। তাদেরও এখন দুটি ম্যাচ বাকি ভারত ও ইংল্যান্ডের বিরুদ্ধে। দুই জয়ই তাদের নিশ্চিত করবে সেমিফাইনালে। কিন্তু একটি হারই তাদের ছিটকে দিতে পারে প্রতিযোগিতা থেকে। অন্যদিকে শ্রীলঙ্কার অবস্থান সবচেয়ে জটিল। পাকিস্তানকে হারাতে হবে, একইসঙ্গে ভারত ও নিউজিল্যান্ডের হারও দরকার তাদের সেমিফাইনালের স্বপ্ন জিইয়ে রাখতে।
টাই-ব্রেক নিয়ম অনুযায়ী সমান পয়েন্ট হলে আগে দেখা হবে ম্যাচ জয়ের সংখ্যা, তারপর নেট রান রেট। প্রয়োজনে হেড-টু-হেড ফলাফল দেখা হবে।
সব মিলিয়ে, ভারতীয় দলের সামনে এখন একটাই সমীকরণ জিততে হবে যেকোনো মূল্যে। ইন্দোরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয় মানেই সেমিফাইনালের দরজা খুলে যাওয়া, আর পরাজয় মানেই সমস্ত অঙ্কের ওপর ঝুলে থাকা আশা।
