
প্যারিসের আইকনিক ল্যুভ মিউজিয়ামে ঘটে গেল হলিউড সিনেমার মতো এক দুঃসাহসিক চুরির ঘটনা। মাত্র সাত মিনিটে দুষ্কৃতীরা লুট করে নিয়ে গেল নেপোলিয়ন বোনাপার্ট ও সম্রাজ্ঞী জোসেফিনের অমূল্য গয়না, যার মূল্য প্রায় ৮০০ কোটি টাকা। রবিবার সকালে, ফ্রান্সের সময় সকাল ৯টা ৩০ থেকে ৯টা ৪০-এর মধ্যে এই ঘটনাটি ঘটে। স্কুটারে চেপে ৩ থেকে ৪ জন দুষ্কৃতী মিউজিয়ামে আসে। তারা চেরি পিকার নামে এক বিশেষ লিফট যন্ত্র ব্যবহার করে জানলার কাচ কেটে ভিতরে ঢোকে এবং নির্দিষ্ট দুটি শোকেস থেকে গয়না নিয়ে চম্পট দেয়।
চুরি হওয়া জিনিসগুলির মধ্যে ছিল একটি এমেরাল্ড ও হিরের হার, যা নেপোলিয়ন তাঁর স্ত্রী এমপ্রেস মেরি-লুইজকে উপহার দিয়েছিলেন, এবং একটি ডায়াডেম যাতে ছিল প্রায় দুই হাজার হিরে। একটি গয়না পরে মিউজিয়ামের বাইরে ভাঙা অবস্থায় উদ্ধার হয়। এই ঘটনার পরই ল্যুভ মিউজিয়াম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় এবং নিরাপত্তা জোরদার করা হয়।
তিন দিন তদন্ত চলার পর বুধবার থেকে মিউজিয়াম আবার দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, পুরো ঘটনাটি সুচিন্তিত পরিকল্পনার অংশ। চোরেরা আগে থেকেই জানত কোন পথে ঢুকবে, কোন জিনিস নেবে এবং কত সময় লাগবে।
এই চুরির ঘটনায় গোটা প্যারিসজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। বিশ্বের অন্যতম সুরক্ষিত মিউজিয়ামে এমন ঘটনা ঘটায় প্রশ্ন উঠেছে নিরাপত্তা ব্যবস্থার ওপর। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে, সে বিষয়ে কড়া সতর্কতা নেওয়া হয়েছে ল্যুভ কর্তৃপক্ষের তরফে।
