
উত্তরবঙ্গের বিধ্বংসী বন্যা ও ভূমিধস নিয়ে ফের রাজনৈতিক তরজায় উত্তপ্ত রাজ্য। তৃণমূল কংগ্রেসের দাবি, মহারাষ্ট্র ও কর্নাটকের মতো রাজ্যে কেন্দ্রীয় সরকার বিপর্যয় মোকাবিলায় বিপুল অর্থ বরাদ্দ করলেও বাংলাকে সম্পূর্ণ উপেক্ষা করা হয়েছে। তাদের অভিযোগ, কেন্দ্রের বিজেপি সরকার রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে ইচ্ছাকৃতভাবে রাজ্যকে অর্থ সাহায্য থেকে বঞ্চিত করছে।
তৃণমূলের বক্তব্য, উত্তরবঙ্গে শতাধিক গ্রাম জলের তলায়, বহু মানুষের ঘরবাড়ি ও ফসল নষ্ট হয়ে গেছে, অথচ কেন্দ্র এক পয়সাও দেয়নি। অন্যদিকে, বিভিন্ন রাজ্যে এসডিআরএফ ও এনডিআরএফের তহবিল থেকে হাজার হাজার কোটি টাকা বরাদ্দ করা হলেও বাংলার নাম নেই সেই তালিকায়। রাজ্যের শাসকদলের মতে, এটি কেন্দ্রের রাজনৈতিক বিদ্বেষের স্পষ্ট উদাহরণ।
অন্যদিকে, বিজেপি এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে পাল্টা কটাক্ষ করেছে। রাজ্যের প্রাক্তন সভাপতি রাহুল সিনহার বক্তব্য, কেন্দ্র থেকে রাজ্যে যে অর্থই আসে, তার অধিকাংশই দুর্নীতির জালে আটকে যায়। সাধারণ মানুষের কাছে পৌঁছয় না সেই সাহায্য। বিজেপির মতে, দুর্নীতি ও অপশাসনের কারণে কেন্দ্র রাজ্যের অর্থ বরাদ্দে সতর্ক।
বন্যায় ক্ষতিগ্রস্ত উত্তরবঙ্গে এখন পুনর্গঠনের দাবি জোরালো হলেও রাজনৈতিক লড়াইয়ে বিষয়টি আরও জটিল হচ্ছে। একদিকে তৃণমূলের কেন্দ্র-বিরোধী সুর, অন্যদিকে বিজেপির দুর্নীতি-আক্রমণ দুই দলের অভিযোগ পাল্টা অভিযোগে জলবন্দি মানুষের দুর্ভোগই থেকে যাচ্ছে অমীমাংসিত।
