
বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপের সৃষ্টি হওয়ায় আবারও বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে রাজ্যে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামীকাল থেকেই উত্তরবঙ্গে বৃষ্টি শুরু হবে, এরপর ধীরে ধীরে দক্ষিণবঙ্গেও ছড়িয়ে পড়বে বৃষ্টির প্রভাব। কালীপুজো ও ভাইফোঁটার পর শুকনো আবহাওয়া শেষ হতে চলেছে, ফের মেঘলা আকাশে ভিজবে বাংলা।
আবহাওয়াবিদরা জানাচ্ছেন, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে থাকা নিম্নচাপটি ক্রমে দুর্বল হচ্ছে। তবে আন্দামান সাগরের ঘূর্ণাবর্ত শক্তি সঞ্চয় করে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে সক্রিয় হয়েছে, যা আগামীকাল নিম্নচাপে রূপ নিতে পারে। এই সিস্টেমটি আরও শক্তিশালী হলে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা। ফলে মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হতে পারে।
আগামীকাল থেকেই দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার ও রবিবার বৃষ্টি আরও বাড়তে পারে এই পাঁচ জেলাতেই।
দক্ষিণবঙ্গে শুক্রবার থেকে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে হালকা বৃষ্টির পূর্বাভাস। রবিবার ও সোমবার উপকূলবর্তী জেলা যেমন উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি বাড়তে পারে। মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই মেঘলা আকাশ ও বজ্রপাতের আশঙ্কাসহ মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
ছটপুজোর সময়ও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বড় ধরনের বিপদের আশঙ্কা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তবুও বৃষ্টির কারণে রাজ্যের বিভিন্ন জায়গায় জনজীবনে সামান্য বিঘ্ন ঘটতে পারে বলে মনে করা হচ্ছে।
