
আসানসোলের রাজনীতিতে তীব্র আলোড়ন। অভিযোগ, তৃণমূলের প্রাক্তন সংখ্যালঘু সেল সহ-সভাপতি শাকিল আহমেদের ছেলে তহসিন আহমেদ বিনিয়োগকারীদের মোটা মুনাফার প্রতিশ্রুতি দিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন। স্থানীয় বাসিন্দা ও একাধিক বিনিয়োগকারীর দাবি, মাসে মাসে উচ্চ সুদের লোভ দেখিয়ে তহসিন শুরুতে কিছু রিটার্ন দিলেও পরে সম্পূর্ণভাবে টাকা ফেরত বন্ধ করে দেন। ফলে প্রায় আড়াই হাজার বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে অভিযোগ।
অবসরপ্রাপ্ত এক বিএসএফ অফিসার জানান, প্রথমে স্বল্প অঙ্কের বিনিয়োগে লাভ দেখে আরও অর্থ দেন, মোট ৪১ লক্ষ টাকার মতো। কিন্তু বর্তমানে তাঁরসহ বহু মানুষের টাকা আটকে গেছে। একইভাবে, মহিশীলা কলোনির এক গৃহবধূ নিজের গয়না বন্ধক রেখে বিনিয়োগ করেছিলেন, তিনিও ক্ষতির মুখে।
বিনিয়োগকারীদের একাংশ বুধবার তহসিনের বাড়ির সামনে বিক্ষোভ দেখান। তাঁদের দাবি, প্রায় ৪৫০ কোটি টাকার বিশাল আর্থিক কেলেঙ্কারি হয়েছে। ঘটনাটি প্রকাশ্যে আসতেই আসানসোল পুলিশ কমিশনারেট তদন্ত শুরু করেছে। তহসিন ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।
তৃণমূল কংগ্রেস অবশ্য জানিয়েছে, অভিযুক্তের বাবা শাকিল আহমেদের সঙ্গে বর্তমানে দলের কোনও সম্পর্ক নেই। এক সময় তিনি সংখ্যালঘু সেলের সহ-সভাপতি ছিলেন, কিন্তু এখন দলের পদে নেই। অন্যদিকে, ঘটনার পর থেকেই শাকিল ও তহসিনের ফোন বন্ধ থাকায় তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।
এই অভিযোগ ঘিরে রাজনৈতিক মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে। স্থানীয়দের মতে, এমন প্রতারণা সাধারণ মানুষের আস্থা নষ্ট করছে। পুলিশি তদন্তে এই আর্থিক কেলেঙ্কারির প্রকৃত চিত্র কতটা স্পষ্ট হয়, এখন সেদিকেই তাকিয়ে আসানসোলবাসী।
