
বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই রাজ্যে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। এরই মধ্যে নাগরিকত্ব সংশোধন আইন বা সিএএ নিয়ে নতুন উদ্যোগ নিল বিজেপি। দলীয় সূত্রে জানা গেছে, ভোটের আগে রাজ্যের ১৭টি জেলায় সিএএ সহায়তা শিবির বা ক্যাম্প খুলতে চলেছে বিজেপি। এই ক্যাম্পের মূল উদ্দেশ্য নাগরিকত্ব সংশোধন আইন সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা এবং আবেদন প্রক্রিয়া বুঝিয়ে দেওয়া।
বুধবার কলকাতায় অনুষ্ঠিত বিজেপির এক বিশেষ কর্মশালায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। প্রায় সাড়ে চার ঘণ্টার বৈঠকে ঠিক হয়, প্রতিটি বিধানসভা এলাকায় তিনটি করে ক্যাম্প চালু করা হবে। বিশেষ অগ্রাধিকার দেওয়া হচ্ছে মতুয়া ও উদ্বাস্তু অধ্যুষিত এলাকা— বিশেষ করে বনগাঁ ও নদিয়া জেলাকে। রাজ্য নেতৃত্ব নির্দেশ দিয়েছে, ৩১ অক্টোবরের মধ্যে প্রতিটি জেলার দায়িত্বপ্রাপ্ত নেতা ক্যাম্প সংক্রান্ত রিপোর্ট জমা দেবেন।
বিজেপি সূত্রে জানা যায়, কেন্দ্রীয় নির্দেশে এই ক্যাম্পগুলিতে আবেদন প্রক্রিয়া, নথি যাচাই ও তথ্য প্রচারের ওপর জোর দেওয়া হবে। পাশাপাশি, উদ্বাস্তু হিন্দুদের মধ্যে আইন সম্পর্কে বিভ্রান্তি দূর করার কাজও করবে দল।
রাজনৈতিক মহলের মতে, ভোটের আগে সিএএ ইস্যু পুনরায় সামনে এনে উদ্বাস্তু ভোটব্যাঙ্কে নজর দিচ্ছে বিজেপি। বিশেষত দক্ষিণবঙ্গ ও উত্তর ২৪ পরগনার বেশ কিছু এলাকায় এই ক্যাম্পের রাজনৈতিক প্রভাব পড়তে পারে। তৃণমূলের পক্ষ থেকে এখনও এই বিষয়ে কোনও মন্তব্য পাওয়া যায়নি, তবে শাসকদল বিষয়টিকে ভোটের আগে ধর্মীয় মেরুকরণের কৌশল বলেই দেখছে বলে সূত্রের খবর।
রাজ্যে ভোটের আগে সিএএ প্রচারে বিজেপির এই পদক্ষেপে নতুন করে রাজনৈতিক তরঙ্গ সৃষ্টি হয়েছে।
