
ছটপুজা উপলক্ষে যাত্রীদের বাড়ি পৌঁছানো সহজ করতে ভারতীয় রেলওয়ে দেশজুড়ে ১২,০০০-এর বেশি বিশেষ ট্রেন পরিচালনার ঘোষণা করেছে। উৎসবের সময় যাত্রীদের নিরাপদ ও আরামদায়ক যাত্রা নিশ্চিত করতে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব নিজে বিভিন্ন স্টেশন পরিদর্শন করেছেন এবং প্রস্তুতির অবস্থা পর্যালোচনা করেছেন। পাশাপাশি আগামী দিনে প্রায় ৮,০০০ অতিরিক্ত বিশেষ ট্রেন চালানোর পরিকল্পনা রয়েছে, যা দূরপাল্লার যাত্রীদের জন্য স্বস্তি বয়ে আনবে এবং জনাকীর্ণ রুটের চাপ কমাবে।
১ থেকে ১৯ অক্টোবরের মধ্যে রেলওয়ে ইতিমধ্যেই ৩,৯৬০টি বিশেষ ট্রেন পরিচালনা করেছে এবং ১ কোটিরও বেশি যাত্রী পরিবহন করেছে। দিল্লি অঞ্চলের প্রধান স্টেশনগুলির মধ্যে নয়াদিল্লি, আনন্দ বিহার, হযরত নিজামুদ্দিন ও শকরবস্তি থেকে ১৬ থেকে ১৯ অক্টোবর প্রায় ১৫.১৭ লক্ষ যাত্রী ভ্রমণ করেছেন, যা গত বছরের তুলনায় ১১% বেশি।
অঞ্চলভিত্তিকভাবে সবচেয়ে বেশি বিশেষ ট্রেন রয়েছে মধ্য রেলওয়েতে ১,৯৯৮টি ট্রেনের মাধ্যমে। উত্তর রেলওয়ে ১,৯১৯টি, পশ্চিম রেলওয়ে ১,৫০১টি, পূর্ব মধ্য রেলওয়ে ও উত্তর পশ্চিম রেলওয়েতে ১,২১৭টি করে ট্রেন পরিচালিত হচ্ছে।
উৎসবের সময় যাত্রীদের আরামদায়ক যাত্রার জন্য স্টেশনগুলিতে অতিরিক্ত টিকিট কাউন্টার, অপেক্ষা অঞ্চল, পানীয় জল, পরিষ্কার শৌচাগার এবং প্ল্যাটফর্ম ব্যবস্থাপনার উন্নতি করা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে এবং আরপিএফ, জিআরপি ও রেল কর্মীরা নিয়মিত টহল দিচ্ছেন। প্রতিটি স্টেশনে খাবারের মান, স্বাস্থ্যবিধি এবং ট্র্যাফিক প্রবাহের নজরদারি করা হচ্ছে।
ভারতীয় রেলওয়ের ১.২ মিলিয়নেরও বেশি কর্মী উৎসবের মরশুমে যাত্রীদের দ্রুত এবং নিরাপদ সেবা নিশ্চিত করতে সক্রিয়ভাবে কাজ করছেন। এই উদ্যোগের ফলে ছটপুজার ভিড়েও যাত্রীরা সহজে ও ঝামেলামুক্তভাবে তাদের গন্তব্যে পৌঁছাতে পারবেন।
