
দীর্ঘদিনের টানাপোড়েন ও শুল্ক যুদ্ধের পর অবশেষে মুখোমুখি হতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। আগামী সপ্তাহে দক্ষিণ কোরিয়ার গিয়াংজু শহরে অনুষ্ঠিত হবে ‘এশিয়া প্যাসিফিক কো-অপারেশন সামিট’, সেখানেই এই গুরুত্বপূর্ণ বৈঠক হবে বলে নিশ্চিত হয়েছে।
মার্কিন প্রশাসনের সূত্রে জানা গিয়েছে, ট্রাম্প এশিয়া সফরে বেরোচ্ছেন শুক্রবার থেকে। সেই সফরের অংশ হিসেবেই ৩০ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত চলা সম্মেলনে যোগ দেবেন তিনি। চিনের প্রেসিডেন্টও সেখানে উপস্থিত থাকবেন, আর সেখানেই দুই নেতার মধ্যে হবে বহুল প্রতীক্ষিত আলোচনার পর্ব।
গত কয়েক মাস ধরে দুই দেশের মধ্যে বাণিজ্য যুদ্ধ তীব্র হয়েছে। ট্রাম্প প্রশাসন চিনা পণ্যের উপর ১৫৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছিল। পাল্টা চিনও আমদানি ও রপ্তানি সীমিত করার ইঙ্গিত দেয়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছিল যে, বৈশ্বিক বাজারে অস্থিরতা দেখা দেয়। অবশেষে উভয় দেশ আলোচনায় বসতে রাজি হয়েছে, যা আন্তর্জাতিক বাণিজ্যের জন্য বড় ইতিবাচক সংকেত।
পর্যবেক্ষকদের মতে, এই বৈঠক শুধুমাত্র শুল্ক ইস্যু নয়, বরং প্রযুক্তি বিনিয়োগ, কৃত্রিম বুদ্ধিমত্তা, এবং দক্ষিণ চিন সাগর ঘিরে কৌশলগত উত্তেজনা নিয়েও গুরুত্বপূর্ণ আলোচনা তৈরি করবে। উভয় দেশই এখন পারস্পরিক নির্ভরশীল অর্থনীতির বাস্তবতা বুঝে সম্পর্ক পুনর্গঠনের পথে হাঁটছে।
বিশ্ব অর্থনীতি এই বৈঠকের দিকে তাকিয়ে আছে, কারণ ট্রাম্প-শি আলোচনাই নির্ধারণ করতে পারে আগামী বছরের বাণিজ্য ভারসাম্য ও আন্তর্জাতিক কূটনীতির ভবিষ্যৎ দিশা।
