
বিহারের রাজনীতিতে ফের চড়ছে রাজনৈতিক উত্তাপ। আরজেডি সাংসদ মিসা ভারতী অভিযোগ করেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহারের উন্নয়ন নিয়ে কোনো ভাবনা রাখেন না, বরং তাঁর সমস্ত মনোযোগ শুধুমাত্র লালু প্রসাদ যাদবের পরিবারকে আক্রমণ করার দিকেই কেন্দ্রীভূত। দানাপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় মিসা দাবি করেন, মোদী সরকারি খরচে নির্বাচনী জনসভা করেন, কিন্তু রাজ্যের বাস্তব সমস্যা নিয়ে কোনো বার্তা দেন না।
আরজেডি নেত্রীর বক্তব্য অনুযায়ী, বিহারে বছরের পর বছর “ডাবল ইঞ্জিন” সরকার ক্ষমতায় থাকলেও শিল্পোন্নয়ন বা কর্মসংস্থানের ক্ষেত্রে তেমন অগ্রগতি হয়নি। তিনি প্রশ্ন তোলেন, এতদিনে কেন রাজ্যে একটিও বড় কারখানা তৈরি হয়নি, কিংবা কেন বেকারত্ব ও পরিযায়ী শ্রমিক সমস্যা এখনো রয়ে গেছে। মিসার অভিযোগ, প্রধানমন্ত্রী গুজরাটে বিশেষ ট্রেন চালানোর কথা বললেও বিহারে কাজের সুযোগ তৈরি করার কোনো উদ্যোগ নেননি।
বিহারের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মিসা ভারতীর এই তোপ রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রে। এদিকে বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক তরুণ চুগ পাল্টা অভিযোগে বলেন, তেজস্বী যাদবের পরিবারের দুর্নীতি, জঙ্গলরাজ এবং চাকরির বিনিময়ে জমি নেওয়ার ইতিহাসের কারণে বিহারের মানুষ তাঁদের আর বিশ্বাস করে না।
উল্লেখ্য, বৃহস্পতিবার আরজেডি নেতা তেজস্বী যাদবকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করা হয়েছে এবং বিকাশশীল ইনসান পার্টির মুকেশ সাহানিকে উপমুখ্যমন্ত্রী পদপ্রার্থী করা হয়েছে। নভেম্বরের ৬ ও ১১ তারিখে দুই দফায় ভোট হবে, আর ফলাফল প্রকাশ পাবে ১৪ নভেম্বর। নির্বাচন ঘিরে রাজ্যে এখন কার্যত শুরু হয়ে গেছে রাজনৈতিক তরজা ও প্রচারের লড়াই।
