
প্রথমবার উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের জন্য সেমেস্টার পদ্ধতিতে অনুষ্ঠিত তৃতীয় সেমেস্টারের পরীক্ষা এবার ৩১ অক্টোবর ফল প্রকাশ করবে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। শিক্ষার্থীরা সরকারি ওয়েবসাইট এবং অন্যান্য মিডিয়া পোর্টালে ফলাফল দেখতে পারবে।
সেপ্টেম্বরের ৮ তারিখে শুরু হয়ে ২২ তারিখে শেষ হওয়া তৃতীয় সেমেস্টারে ৬ লাখ ৬০ হাজারের বেশি শিক্ষার্থী অংশ নিয়েছে। এ পরীক্ষায় ওএমআর শিট ব্যবহার করা হয়। শিক্ষা সংসদ পরীক্ষার সমাপনী থেকে প্রায় এক মাস ৯ দিনের মধ্যে ফলাফল প্রকাশের ঘোষণা দিয়েছে। তবে এই সেমেস্টারের জন্য কোনো মেধাতালিকা প্রকাশ করা হবে না।
এই প্রথমবারের জন্য তৃতীয় এবং চতুর্থ সেমেস্টারের নম্বর যোগ করে চূড়ান্ত ফল প্রকাশ করা হবে। চতুর্থ সেমেস্টারের পরীক্ষা আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে। তৃতীয় সেমেস্টারে পরীক্ষায় অংশ নেয়নি এমন শিক্ষার্থীরাও চতুর্থ সেমেস্টারে বসার সুযোগ পাবেন।
দুটি সেমেস্টারের নম্বরের যোগফল অনুযায়ী পাশ-ফেল নির্ধারণ করা হবে। ফলে তৃতীয় সেমেস্টারে ভালো ফল না হলেও চতুর্থ সেমেস্টারে সুযোগ থাকায় শিক্ষার্থীরা ফল উন্নত করার সুযোগ পাবেন। সেমেস্টার ভিত্তিক এই পরীক্ষায় শিক্ষার্থীদের পারফরম্যান্সের দিকে সকলের নজর রয়েছে। শিক্ষাবিদরা মনে করছেন, নতুন পদ্ধতিতে পাশের হার কিছুটা বাড়তে পারে।
পরীক্ষা শেষে শিক্ষার্থীরা উৎসাহ এবং উদ্বেগ দুই-ই অনুভব করছেন। সেমেস্টার ভিত্তিক ফলাফল শিক্ষার্থীদের দক্ষতা ও প্রস্তুতির মান যাচাইয়ের জন্য গুরুত্বপূর্ণ। শিক্ষা সংসদের পদক্ষেপ শিক্ষার্থীদের চাপ কমাতে এবং ফলাফলে সমন্বয় আনার প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।
