
বলিউডে শোকের ছায়া নেমেছে। দীর্ঘ রোগভোগের পর প্রিয় অভিনেতা সতীশ শাহ আর নেই। ৭৪ বছর বয়সে কিডনির জটিলতায় তাঁর মৃত্যু হয়েছে। সতীশ শাহের অভিনয় জীবন ছিল প্রায় চার দশক দীর্ঘ। চলচ্চিত্র এবং ধারাবাহিকে তাঁর বহুমুখী প্রতিভা দর্শকদের হৃদয়ে গেঁথে আছে।
সতীশ শাহ ‘সারাভাই ভার্সেস সারাভাই’ ধারাবাহিকে বিশেষ জনপ্রিয়তা অর্জন করেছিলেন। এছাড়াও ‘জানে ভি দো ইয়ারো’, ‘ম্যায়নে পেয়ার কিয়া’, ‘কহো না পেয়ার হ্যায়’ এবং ‘হাম আপকে হ্যায় কউন’সহ বহু ছবিতে তাঁর উপস্থিতি স্মরণীয় হয়ে রয়েছে। তাঁকে নিঃসন্দেহে বলিউডের অন্যতম সফল ও প্রিয় অভিনেতা হিসেবে মনে করা হয়।
দীর্ঘ সময় ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন সতীশ। সম্প্রতি অস্ত্রোপচারও হয়েছিল তাঁর। শনিবার দুপুর আড়াইটের সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বর্তমানে তাঁর দেহ হাসপাতালেই রাখা হয়েছে। বলিউড জগতের অনেকেই তাঁর এই অকাল মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন।
অভিনেতার দীর্ঘ কেরিয়ার এবং প্রিয় চরিত্রগুলো তাঁর সৃষ্টির প্রতি দর্শকদের ভালোবাসা আরও মজবুত করেছে। সতীশের মৃত্যু একদিকে ব্যক্তিগত দুঃখ হলেও অন্যদিকে বলিউড শিল্পী সমাজেরও অপূরণীয় ক্ষতি। রবিবার তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।
সতীশ শাহের জীবন ও কর্মের অবদান আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। বলিউডে তাঁর স্মৃতি চিরস্মরণীয় থাকবে, এবং তাঁর অভিনয়শৈলী দর্শক মনে দীর্ঘকাল ধরে জায়গা করে রাখবে।
