
দীপাবলির ধামাকা শেষে সপ্তাহের মাঝামাঝি কিছুটা ধীরগতিতে চললেও, আয়ুষ্মান খুরানা ও রশ্মিকা মান্দান্না অভিনীত মাডক ফিল্মসের হরর-কমেডি ‘থামা’ এখন দ্রুত এগিয়ে যাচ্ছে ১০০ কোটির মাইলফলকের দিকে। দেশীয় বাজারে জোরদার সূচনা করার পর ছবিটি বিদেশেও গতি পেয়েছে, বিশেষ করে বৃহস্পতিবার ও শুক্রবার থেকে।
প্রথম চার দিনে ভারতে ছবিটির আয় ৬৫.১৫ কোটি নেট (৭৮.২০ কোটি গ্রস)। দীপাবলির দিনেই ‘থামা’ শুরু করে ২৪ কোটির বিশাল আয় দিয়ে। যদিও পরের তিন দিনে সংগ্রহ কিছুটা কমে আসে, কিন্তু পতনের হার ছিল ২৫ শতাংশের মধ্যে সীমাবদ্ধ। শুক্রবারে ছবির নেট আয় দাঁড়ায় ৯.৫৫ কোটি।
তবে বিদেশে ছবিটির পারফরম্যান্স উল্টো ট্রেন্ড দেখাচ্ছে। মুক্তির প্রথম দু’দিনে তেমন সাড়া না পেলেও, সপ্তাহান্তে প্রবল গতিতে উঠেছে বক্স অফিসে। চার দিনে বিদেশে ‘থামা’র আয় প্রায় ১.৬ মিলিয়ন মার্কিন ডলার, এবং প্রথম সপ্তাহেই এটি ৩ মিলিয়ন ডলার ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
ফলে চার দিনের শেষে ‘থামা’র বিশ্বব্যাপী মোট আয় দাঁড়িয়েছে ৯৩ কোটি। শুক্রবারেই এটি মাডকের সাম্প্রতিক রোমান্টিক কমেডি ‘ভুলচুক মাফ’-এর লাইফটাইম কালেকশন (৮৯ কোটি)-কে ছাড়িয়ে গেছে। শনিবারই ছবিটি ১০০ কোটির গণ্ডি পেরোবে বলে আশা করা হচ্ছে।
আদিত্য সরপোতদার পরিচালিত ‘থামা’ এক সাংবাদিকের (আয়ুষ্মান খুরানা) গল্প, যিনি হঠাৎ জড়িয়ে পড়েন রক্তচোষা ভ্যাম্পায়ারদের (রাশমিকা মান্দান্না ও নওয়াজউদ্দিন সিদ্দিকি) ক্ষমতার লড়াইয়ে। ছবিটি মাডক ফিল্মসের হরর-কমেডি ইউনিভার্সের অংশ, যা ‘স্ত্রী’, ‘ভেড়িয়া’ ও ‘মুঞ্জ্যা’-র মতো জনপ্রিয় ছবির সঙ্গে যুক্ত।
ছবিটির হিউমার, ভিএফএক্স ও তারকাখচিত ক্যামিও উপস্থিতি ইতিমধ্যেই দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে।
