
ভারতে মহিলাদের ওডিআই বিশ্বকাপ খেলতে এসে দাপট দেখাচ্ছে অস্ট্রেলিয়া। কিন্তু মাঠের বাইরে এক মর্মান্তিক হেনস্থার শিকার হতে হল সেই দলেরই দুই ক্রিকেটারকে। মধ্যপ্রদেশের ইন্দোরে অস্ট্রেলিয়ার মহিলা দলের দুই ক্রিকেটারকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। ঘটনার জেরে কান্নায় রীতিমতো ভেঙে পড়েন এক ক্রিকেটার।
এ দিকে আকিল নামের অভিযুক্ত যুবককে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ। পাশাপাশি তারা এও জানিয়েছে, বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে ইন্দোরের খাজরানা রোডে। পুলিশ সূত্রে খবর, দুই অজি ক্রিকেটার হোটেল থেকে বেরিয়ে একটি ক্যাফের দিকে যাচ্ছিলেন। এই সময় অভিযুক্ত একটি মোটর বাইকে চেপে তাঁদের পিছু নেয়।
কিছুদূর যাওয়ার পর সে দুই ক্রিকেটারের গায়ে হাত দিয়ে তাঁদের শ্লীলতাহানির চেষ্টা করে বলে অভিযোগ। ঘটনাটি মনে এতটাই প্রভাব ফেলে যে ফোনে বর্ণনা দিতে গিয়ে এক মহিলা ক্রিকেটার কেঁদেও ফেলেছিলেন বলে জানিয়েছেন অস্ট্রেলিয়া দলের নিরাপত্তা ম্যানেজার ড্যানি সিমন্স। তিনি আরও জানিয়েছেন, ফোনে খবরটা পাওয়া মাত্রই তড়িঘড়ি গাড়ি পাঠিয়ে নিরাপদে হোটেলে ফিরিয়ে আনা হয় দুই ক্রিকেটারকে।
অস্ট্রেলিয়া দলের অভিযোগের ভিত্তিতেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে ইন্দোর পুলিশ। উল্লেখ্য, শনিবার ইন্দোরের হোলকার স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিশ্বকাপে খেলতে নেমেছিল অস্ট্রেলিয়ার মহিলা দল। তার আগে এ হেন জঘন্য ঘটনায় কার্যত হেঁট হয়ে গিয়েছে গোটা দেশের মাথা। ভবিষ্যতে আর কখনওই ভারতে কোনও বড় প্রতিযোগিতা আয়োজন করা উচিত নয়, এমনকি এই দাবিও করছেন কেউ কেউ।
