
পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধনের জন্য বিশেষ নিবিড় সমীক্ষা (SIR) শীঘ্রই শুরু হতে যাচ্ছে। নভেম্বরের প্রথম সপ্তাহ থেকেই এসআইআর কার্যক্রম শুরু হতে পারে বলে ইলেকশন কমিশন সূত্রে খবর পাওয়া গেছে। কলকাতা ছাড়াও বিভিন্ন জেলায় কাজ শুরু হবে, এবং সমস্ত প্রস্তুতি সম্পূর্ণ হলে নভেম্বরের ১ থেকে ৩ তারিখের মধ্যে যে কোনো দিন থেকে এই সমীক্ষা কার্যক্রম বাস্তবায়িত হতে পারে।
রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই রাজনৈতিক সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেছেন, BLO বা ব্লক লেভেলের কর্মকর্তাদের ভয়ের কোনো কারণ নেই। নির্বাচন কমিশন কোনও রাজনৈতিক দলের অফিস নয়। তিনি ভোটার তালিকা সংশোধনের সময়ে শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখার গুরুত্বের ওপর জোর দিয়েছেন।
এসআইআর মূলত ভোটার তালিকায় থাকা ত্রুটি দূরীকরণ, নতুন ভোটার সংযোজন এবং বর্তমান তালিকা হালনাগাদ করার উদ্দেশ্যে করা হয়। নির্বাচন কমিশন জানিয়েছে, এটি সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সম্পন্ন হবে। এছাড়া, সমস্ত BLO এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের পরিপূর্ণ প্রশিক্ষণ ও নির্দেশনা দেওয়া হয়েছে যাতে সমীক্ষা সহজ ও কার্যকরভাবে সম্পন্ন হয়।
রাজনৈতিকভাবে এই সমীক্ষার দিকে বিশেষ নজর রাখা হচ্ছে, বিশেষ করে ভবানীপুর এলাকা। এই এলাকা বর্তমানে বিজেপি দখলে রয়েছে। শুভেন্দু অধিকারী বলেছেন, ভবানীপুর থেকে এসআইআর শুরু হলে বিজেপি সেই এলাকায় নিজেদের প্রভাব ধরে রাখার জন্য বিশেষ মনোযোগ দেবে।
নির্বাচন কমিশন সোমবার দুপুরে দিল্লিতে সাংবাদিক বৈঠক ডেকেছে। বৈঠকে এসআইআর কার্যক্রমের সময়সূচি ও পরিকল্পনা নিয়ে বিস্তারিত ঘোষণা করা হবে। সব ঠিক থাকলে, নভেম্বরের প্রথম সপ্তাহে পশ্চিমবঙ্গের সমস্ত জেলা জুড়ে বিশেষ নিবিড় সমীক্ষা কার্যক্রম শুরু হবে।
এসআইআর কার্যক্রম রাজ্যের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে এবং ভোটার তালিকা হালনাগাদ ও সঠিক রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
