
মুর্শিদাবাদের কান্দিতে বালি মাফিয়াদের দৌরাত্ম্যে ফের ঝরল নিরীহ প্রাণ। হিজল অঞ্চলের দক্ষিণপাড়ায় এক প্রৌঢ়কে পিটিয়ে খুনের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার সকালে ময়ূরাক্ষী নদীর ঘাটে এক ব্যক্তি মাত্র এক বস্তা বালি তুলতে যান। সেই সময় এলাকায় সক্রিয় বালি মাফিয়ারা তাঁকে বাধা দেয়। কথা কাটাকাটির জেরে শুরু হয় ধস্তাধস্তি ও মারধর। ভাইকে মার খেতে দেখে ৭০ বছরের গোলাম শেখ সেখানে পৌঁছে ভাইকে রক্ষা করতে গেলে উল্টে নিজেই হামলার শিকার হন। স্থানীয়দের অভিযোগ, মাফিয়ারা নির্মমভাবে তাঁকে পেটাতে থাকে, ঘটনাস্থলেই মৃত্যু হয় প্রৌঢ়ের।
স্থানীয়রা তাঁকে রক্তাক্ত অবস্থায় কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং তদন্ত শুরু করেছে। এলাকায় গভীর শোক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। গ্রামবাসীরা দাবি করেছেন, দোষীদের দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তি দিতে হবে।
রাজ্যের নানা প্রান্তে বালি মাফিয়াদের অবাধ দৌরাত্ম্য নিয়ে বহু অভিযোগ উঠলেও কঠোর পদক্ষেপের অভাবে পরিস্থিতি আরও ভয়াবহ হচ্ছে বলে অভিযোগ। প্রশাসনের নিষ্ক্রিয়তা নিয়েও ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয়রা। তাঁদের মতে, পুলিশ যদি আগে থেকেই অবৈধ বালি তোলা বন্ধে উদ্যোগ নিত, তাহলে হয়তো এক প্রবীণের জীবন এমন নৃশংসভাবে শেষ হত না। কান্দি থানার পুলিশ বর্তমানে অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে।
