
কেরিয়ার দীর্ঘায়িত করতে রোহিত শর্মা এতটাই মরিয়া যে সম্প্রতি নিজের ১১ কেজি ওজন ঝরিয়ে ফেলেছেন তিনি। এর ফলও পেয়েছেন হাতেনাতে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সদ্য সমাপ্ত তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক। সব মিলিয়ে তাঁর আগামী ২০২৭ বিশ্বকাপ খেলার স্বপ্ন এখন মোটেই আর অবাস্তব মনে হচ্ছে না।
এ দিকে এরই মধ্যে হিটম্যানকে নিয়ে একটি চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন সহকারী কোচ অভিষেক নায়ার। তিনি ইঙ্গিত দিয়েছেন, মাত্র ১১ কেজি ওজন কমিয়েও হয়ত সন্তুষ্ট থাকবেন না রোহিত। বরং ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন একদিনের সিরিজে খেলতে নামার সময় আরও পাতলা দেখাতে পারে তাঁকে।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সদ্য সমাপ্ত একদিনের সিরিজ চলাকালীন ধারাভাষ্যকারের ভূমিকায় দেখা গিয়েছে অভিষেক নায়ার। সিডনিতে তৃতীয় একদিনের ম্যাচে রোহিত শতরান করতেই তিনি বলেন, “তিন মাস কঠোর পরিশ্রম, নিজের প্রিয় খাবার না খাওয়া এবং কঠোর অনুশীলন— হয়ত এর পরেরবার তাঁকে (রোহিত) খেলতে দেখলে আরও কয়েক কেজি ওজন কমাতে দেখবেন।”
অর্থাৎ রোহিত যে মাত্র ১১ ওজন কমিয়েই সন্তুষ্ট থাকবেন না, সেই ইঙ্গিতই দিয়েছেন ভারতীয় দলের প্রাক্তন কোচ। এর আগেও একটি আলোচনায় রোহিতের কঠোর পরিশ্রমের বর্ণনা দিয়েছিলেন নায়ার। তিনি জানিয়েছিলেন, সদ্য এ বছরই দেশকে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতানো অধিনায়ক নিজের প্রিয় খাবার বড়াপাওকে ত্যাগ করেছেন। এবং জিমে অনুশীলন করছেন একজন বডি বিল্ডারের মতো।
