
বলিউড সুপারস্টার সলমন খানের সাম্প্রতিক এক মন্তব্যে ক্ষুব্ধ পাকিস্তান সরকার। সৌদি আরবের রিয়াধে আয়োজিত ‘জয় ফোরাম ২০২৫’-এর এক অনুষ্ঠানে বালুচিস্তান প্রসঙ্গে তাঁর মন্তব্য ঘিরে বড় বিতর্কের সৃষ্টি হয়েছে। সেখানেই ভারতীয় সিনেমার জনপ্রিয়তা নিয়ে কথা বলতে গিয়ে সলমন খান পাকিস্তান ও বালুচিস্তানকে আলাদা করে উল্লেখ করেন। এই বক্তব্যকেই পাকিস্তান তার সার্বভৌমত্বের প্রতি আঘাত বলে দাবি করেছে।
এর জেরেই ইসলামাবাদ সরকার সলমন খানকে পাকিস্তানের অ্যান্টি টেররিজম অ্যাক্ট ১৯৯৭-এর চতুর্থ তফসিলের আওতায় ‘জঙ্গি’ ঘোষণা করেছে। এর ফলে পাকিস্তানে সলমন খানের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি তাঁর কার্যকলাপের ওপরও নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই পদক্ষেপ মূলত রাজনৈতিক প্রতিক্রিয়া, যা দুই দেশের সম্পর্কের টানাপোড়েন আরও বাড়াতে পারে।
বালুচিস্তান দীর্ঘদিন ধরেই পাকিস্তানের কাছ থেকে আলাদা হওয়ার আন্দোলন চালিয়ে আসছে। বিদ্রোহী সংগঠনগুলির দাবি, পাকিস্তান সেখানে মানবাধিকার লঙ্ঘন করছে। সেই প্রেক্ষাপটে সলমন খানের বক্তব্য পাকিস্তান সরকার অত্যন্ত সংবেদনশীলভাবে নিয়েছে।
বলিউড মহলে অবশ্য এই ঘটনায় বিস্ময়ের সুর। সলমন খান আপাতত এই বিষয়ে কোনও মন্তব্য করেননি। তবে জানা গিয়েছে, তাঁর আইনজীবী দল পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। বালুচিস্তান ইস্যুতে ভারত-পাক সম্পর্কের যে সূক্ষ্ম টানাপোড়েন রয়েছে, তা আবারও সামনে এনে দিল ভাইজানের এই বিতর্কিত মন্তব্য।
