
ওয়ানডে দলের নেতৃত্ব থেকে সরতেই জ্বলে উঠেছেন রোহিত শর্মা। অস্ট্রেলিয়ার মাটিতে সদ্য সমাপ্ত একদিনের সিরিজে ৩ ম্যাচে ২০২ রান করে সিরিজের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক। আর এই পারফরম্যান্সের পর তাঁকে বাদ দিয়ে আসন্ন ২০২৭ বিশ্বকাপের গঠন করা অসম্ভব, এমন দাবিই করলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন নির্বাচক।
অস্ট্রেলিয়া সফরের আগে নিজের ১১ কেজি ওজন কমিয়েছিলেন হিটম্যান। এর ফলও পেয়েছেন হাতেনাতে। অ্যাডিলেডে দ্বিতীয় ম্যাচে ৭৩ রানের ইনিংস খেলার পর সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ১২৫ বলে অপরাজিত ১২১ রানের ইনিংস খেলে যান রোহিত। সেই সুবাদেই সিরিজ সেরার পুরস্কার ছিনিয়ে নিয়েছেন তিনি। দেশের প্রাক্তন নির্বাচক প্রধান কৃষ্ণমাচারি শ্রীকান্তের মতে, এই দুটি পারফরম্যান্সেই বিশ্বকাপে নিজের জায়গা পাকা করে নিয়েছেন রোহিত। এ বার আর তাঁকে বিশ্বকাপ পরিকল্পনার বাইরে রাখার উপায় নেই টিম ম্যানেজমেন্ট তথা নির্বাচকদের।
রোহিতের পাশাপাশি বিরাট কোহলিকে নিয়েও একইরকম আশাবাদী শ্রীকান্ত। সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে তিনি বলেন, “রোহিতের আগামী ২০২৭ বিশ্বকাপে খেলা নিশ্চিত। আমরা ওকে এবং বিরাট কোহলিকে ছাড়া খেলতে পারব না। রোহিত শর্মা নিজের ১১ কেজি ওজন কমিয়েছে, আর ওকে দেখতেও দারুণ ফিট লাগছে। এত সহজভাবে ব্যাট করছিল আর বলগুলো এত সময় নিয়ে খেলছিল, ঠিক যেন পুরনো রোহিত শর্মা।” ব্যাটিংয়ের পাশাপাশি ৩৮ বছর বয়সী রোহিতের ফিল্ডিং নিয়েও উচ্ছ্বসিত শ্রীকান্ত।
শ্রীকান্তের কথায়, “বয়স নিয়ে মাথা ঘামাবেন না। ৪০ ছুঁইছুঁই বয়সেও ও (রোহিত) এত ফিট। ভাল ব্যাটিং করছে। স্লিপে ক্যাচ ধরছে? আপনার আর কী চাই? ও ২০১৯ বিশ্বকাপের মতোই সহজভাবে খেলে যাচ্ছে। শুধু একটাই বিষয়, ও সপ্তম কিংবা অষ্টম গিয়ারে উঠতে পারেনি। তৃতীয় এবং চতুর্থ গিয়ারে খেলেছে।”
এরপরই অজিত আগরকর এবং তাঁর নেতৃত্বাধীন নির্বাচক কমিটিকে একটি অমূল্য উপদেশ দিয়েছেন প্রাক্তন নির্বাচক প্রধান শ্রীকান্ত। তাঁর পরামর্শ, নির্বাচকরা যেন আসন্ন বিশ্বকাপে রো-কো’র জায়গাটা এখন থেকেই রিজার্ভ করে রাখেন। বলেন, “আমি যদি নির্বাচক কমিটির চেয়ারম্যান হতাম, তাহলে আজই ওদের কাছে যেতাম। আর বলতাম, ‘২০২৭ বিশ্বকাপের জন্য ফিট থাকো। আর আমাদের ট্রফি জিতিয়ে দাও।'”
