
কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহারে নয়া বিতর্কে দক্ষিণী সুপারস্টার চিরঞ্জীবী। পদ্মপুরস্কারপ্রাপ্ত এই অভিনেতার নামে পর্নোগ্রাফিক ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে বলে অভিযোগ। বিষয়টি সামনে আসতেই সোমবার হায়দরাবাদ সাইবারক্রাইম থানায় আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করেন তিনি।
সূত্রের খবর, বেশ কিছু ওয়েবসাইটে চিরঞ্জীবীর নাম ও ছবি ব্যবহার করে একাধিক ডিপফেক ভিডিও বানানো হয়েছে। এই অশ্লীল কনটেন্ট এখন বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ঘুরছে। তদন্তে নেমে পুলিশ তথ্যপ্রযুক্তি আইন ও ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু করেছে। পাশাপাশি, ঘটনার সঙ্গে কারা যুক্ত তা জানার জন্য ডিজিটাল ফরেনসিক টিমও কাজে নেমেছে।
চিরঞ্জীবীর ঘনিষ্ঠ মহলের দাবি, এটি পরিকল্পিত অপপ্রচার। বহু দশকের অভিনয়জীবনে তিনি যে সম্মান ও ভাবমূর্তি অর্জন করেছেন, তা নষ্ট করতেই এই ডিপফেক কনটেন্ট তৈরি করা হয়েছে। অভিনেতা আদালতেরও দ্বারস্থ হয়েছেন, যাতে এই ধরনের ভিডিও অবিলম্বে ইন্টারনেট থেকে মুছে ফেলা হয় এবং ভবিষ্যতে এমন ঘটনা রোধে কড়া পদক্ষেপ নেওয়া হয়।
এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির অপব্যবহার নিয়ে ইতিমধ্যেই গোটা বিনোদন দুনিয়ায় উদ্বেগ বেড়েছে। সাম্প্রতিক সময়ে বলিউড ও দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির একাধিক তারকাই ডিপফেক কনটেন্টের শিকার হয়েছেন। বিশেষজ্ঞদের মতে, এই ধরনের ভিডিওর মাধ্যমে শুধুমাত্র ব্যক্তিগত ভাবমূর্তি নয়, সমাজের নৈতিক কাঠামোকেও আঘাত করা হচ্ছে।
চিরঞ্জীবীর অভিযোগের পর এই ঘটনায় নতুন করে আলোচনায় উঠল ডিপফেক প্রযুক্তির অন্ধকার দিক এবং এর বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়ার প্রয়োজনীয়তা।
