
ডেম্পোর বিরুদ্ধে নামার আগে নয়া উদ্বেগ বাগান শিবিরে। ম্যাচের ৪৮ ঘন্টা আগে চোট পেলেন দলের গুরুত্বপূর্ণ ফুটবলার দীপক টাংরি। বৃষ্টিভেজা মাঠে অনুশীলন করতে গিয়ে চোটের কবলে পড়েছেন তিনি। এই ঘটনার জেরে মাঠ নিয়ে স্বাভাবিকভাবেই অসন্তুষ্ট মোহনবাগান কোচ মোলিনা।
চলতি সুপার কাপের শুরু থেকেই মাঠ নিয়ে বিস্তর অভিযোগ উঠছে। ডেম্পোর বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে নামার আগে ভার্না পঞ্চায়েত গ্রাউন্ডে অনুশীলন করছে মেরিনার্স। এই মাঠটির অবস্থা এমনিতেই সুবিধার নয়। তার ওপর বৃষ্টির জেরে আরও খারাপ হয়ে যায় পরিস্থিতি।
ম্যাচের দুদিন আগে সেখানেই চোট পেয়ে গেলেন সবুজ মেরুন শিবিরের হয়ে মাঝমাঠ সামলানো টাংরি। এই ঘটনার পর তাঁকে সতীর্থদের কাঁধে চেপে ডাগ আউটের বাইরে আসতে দেখা যায়। যদিও তাঁর চোট খুব একটা গুরুতর নয় বলেই খবর। তবে দলের গুরুত্বপূর্ণ এই তারকাকে নিয়ে কোনও ঝুঁকি নিতে চাননি কোচ মোলিনা।
ডেম্পো ম্যাচে টাংরি খেলবেন কি না তা অবশ্য এখনও নিশ্চিত নয়। চোটের অবস্থা বোঝা যাবে মঙ্গলবার। সেই অনুযায়ীই নেওয়া হবে ব্যবস্থা। এদিকে কোচ যেমন অনুশীলনের মাঠ নিয়ে অসন্তুষ্ট, অন্যদিকে মোহনবাগান অধিনায়ক শুভাশিস বসু আবার ফাতোরদার মাঠ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। সুপার কাপে সব ম্যাচ এই মাঠেই খেলবে তাঁর দল। এর মধ্যে রয়েছে ডার্বিও।
সুপার কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হবে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল। যদিও বাগান অধিনায়ক এখনই সেই ম্যাচ নিয়ে ভাবতে নারাজ। আপাতত ডেম্পো ম্যাচেই ফোকাস করার কথা বলেছেন তিনি। উল্টোদিকে আত্মবিশ্বাসী ডেম্পোও। আগের ম্যাচে ইস্টবেঙ্গলের মত দলকে রুখে দিয়েছে তারা। এ বার বাংলার আরেক প্রধানকেও বেগ দিতে মরিয়া সমীর নায়েকের ছেলেরা।
