
রঞ্জি ট্রফিতে দুর্দান্ত ইনিংস খেলে ফের আলোচনায় অজিঙ্কা রাহানে। ছত্তীসগড়ের বিরুদ্ধে ৩০৩ বলে ১৫৯ রানের ইনিংস খেলে অভিজ্ঞ এই ব্যাটার সরাসরি প্রশ্ন তুলেছেন নির্বাচকদের সিদ্ধান্ত নিয়ে। তাঁর অভিযোগ, বয়স নয়, পারফরম্যান্সই হওয়া উচিত নির্বাচনের মাপকাঠি।
ভারতের সাম্প্রতিক অস্ট্রেলিয়া সফরে দলের ব্যর্থতা নিয়েও মন্তব্য করেন রাহানে। তাঁর মতে, অভিজ্ঞ ক্রিকেটারদের বাদ দিয়ে দল ভারসাম্য হারিয়েছে। পার্থে প্রথম টেস্ট জয়ের পর বাকি ম্যাচগুলোতে ভারত ব্যর্থ হয় এবং সিরিজ হারে ১–৩ ব্যবধানে। রাহানের বিশ্বাস, অভিজ্ঞতার ঘাটতি মেটাতে তাঁকে দলে রাখা উচিত ছিল।
২০২০–২১ সালের ঐতিহাসিক অস্ট্রেলিয়া সফরে বিরাট কোহলির অনুপস্থিতিতে ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন রাহানে। সেই সিরিজে ভারত ১–০ পিছিয়ে থেকেও ২–১ ব্যবধানে জয় ছিনিয়ে নেয়। কিন্তু এর পর থেকে জাতীয় দলে তাঁর জায়গা স্থায়ী হয়নি। ২০২৩ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালই ছিল তাঁর শেষ টেস্ট ম্যাচ ভারতের জার্সিতে।
রাহানে জানান, তাঁকে বাদ দেওয়ার আগে বোর্ড বা নির্বাচক কমিটির তরফে কোনও আলোচনা হয়নি। নির্বাচক অজিত আগরকরের সিদ্ধান্ত নিয়েই প্রশ্ন তোলেন তিনি। রাহানের মতে, অভিজ্ঞ খেলোয়াড়দের পাশে রেখে তরুণদের সুযোগ দেওয়া উচিত ছিল।
বর্তমানে তিনি রঞ্জি মরশুমে নিজের ধারাবাহিকতা ধরে রাখার দিকে মন দিচ্ছেন। জাতীয় দলে ফেরার স্বপ্ন এখনও জীবন্ত। তাঁর লক্ষ্য এখন একটাই নিজের পারফরম্যান্সের মাধ্যমে আবারও নির্বাচকদের দৃষ্টি আকর্ষণ করা।
রাহানের এই বক্তব্যে নতুন করে শুরু হয়েছে বিতর্ক ভারতীয় দলে কি অভিজ্ঞদের জায়গা ক্রমেই সঙ্কুচিত হচ্ছে? ক্রিকেট মহলের অনেকেই বলছেন, অভিজ্ঞতা ও ধারাবাহিকতা উপেক্ষা করা হলে দলের ভবিষ্যৎ কাঠামো বিপন্ন হতে পারে।
