
ওড়িশার কন্ধামাল জেলার কাদামাহা গ্রামের মানুষের জীবনের সঙ্গে লেগে আছে এক ভয়াবহ বাস্তবতা একটা সরু দড়ি, বুকসমান জল আর প্রতিদিনের ঝুঁকি। বুঢ়া নদীর ওপারে যেতে গ্রামের প্রায় ১০০টি পরিবারকে দিনরাত এই ঝুঁকিপূর্ণ পথেই যাতায়াত করতে হয়। কারণ, এখনও পর্যন্ত সেখানে কোনও সেতু তৈরি হয়নি।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও, যেখানে দেখা যাচ্ছে গ্রামের মানুষজন দড়ি ধরে নদী পার হচ্ছেন। জলের তোড়ে ভেসে না যেতে সেই দড়িই একমাত্র ভরসা। আরও ভয়ঙ্কর চিত্র ধরা পড়েছে ভিডিওতে প্রাপ্তবয়স্করা ছোট শিশুদের হাঁড়ির ভেতরে বসিয়ে নদী পেরিয়ে দিচ্ছেন। এই দৃশ্য যেন একবিংশ শতাব্দীর ভারতের গ্রামীণ অবকাঠামোর বাস্তব চিত্র।
পরিস্থিতির কারণে গ্রামবাসীরা শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবা থেকে কার্যত বঞ্চিত। প্রতিদিন স্কুলে যেতে ইউনিফর্ম পরা শিশুদেরও নদী পেরোতে হয় বুকজলে ভিজে। স্থানীয়দের দাবি, বহুবার প্রশাসনের কাছে সেতু নির্মাণের আবেদন জানানো হলেও কোনও সাড়া মেলেনি।
স্থানীয় প্রশাসন এখনও পর্যন্ত এই ঘটনার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে এই ভিডিও ছড়িয়ে পড়তেই সামাজিক মাধ্যমে ক্ষোভে ফেটে পড়েছেন নেটিজেনরা। অনেকের মতে, এই ধরনের ঘটনা শুধু কন্ধামালেই নয়, দেশের নানা প্রান্তে উন্নয়নের অভাবের প্রতিচ্ছবি হয়ে উঠছে।
জুলাই মাসেও এরকমই এক ভিডিও ভাইরাল হয়েছিল, যেখানে ছাত্রছাত্রীরা পাথর টপকে নদী পার হচ্ছিল। সেতুর দাবি তখনও তুলেছিল মানুষ। অথচ আজও অবস্থার পরিবর্তন হয়নি। কাদামাহার এই ভিডিও আবারও মনে করিয়ে দিল, আধুনিক ভারতের আলোয় এখনও অন্ধকারে ডুবে আছে বহু গ্রাম।
