
বাংলায় নির্বাচনী মহলে এখন চর্চার কেন্দ্রে বিশেষ নিবিড় সমীক্ষা বা SIR। এখনও আনুষ্ঠানিক ঘোষণা না হলেও নির্বাচন কমিশনের প্রস্তুতি, বুথভিত্তিক ম্যাপিং এবং ভোটার তালিকা সংক্রান্ত তৎপরতা দেখে অনেকেই মনে করছেন ঘোষণা শুধু সময়ের অপেক্ষা। কমিশনের গতিবিধিতেই ইঙ্গিত মিলছে, এবার বাংলাতেও হতে পারে রাজ্যজুড়ে এই বিশেষ সমীক্ষা।
এই প্রক্রিয়ায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে ২০০২ সালের ভোটার তালিকা। কারণ কমিশন যদি বিহারের মডেল অনুসরণ করে, তাহলে সেই পুরনো তালিকাকেই ভিত্তি হিসেবে ব্যবহার করা হবে। অর্থাৎ, যার নাম সেই সময়ের তালিকায় নেই, তারা এবার সমস্যায় পড়তে পারেন। তাই আগেভাগে নিজের নাম দেখে নেওয়াই বুদ্ধিমানের কাজ।
জানতে হলে প্রথমেই মোবাইলে খুলুন গুগল। লিখুন “2002 West Bengal Voter List” বা সরাসরি যান ceowestbengal.nic.in/Roll_dist এই লিঙ্কে। সেখানে জেলা এবং বিধানসভা কেন্দ্র বেছে নিয়ে নিজের বুথ নির্বাচন করুন। বুথের পাশে থাকা ‘Final Roll’-এ ক্লিক করলেই খুলে যাবে ২০০২ সালের ভোটার তালিকা। সেখান থেকে খুঁজে নিতে পারবেন নিজের নাম, পরিবারের সদস্য বা প্রতিবেশীর নামও।
কমিশন সূত্রে খবর, সম্ভাব্য SIR-এ এই তালিকাই হবে মূল হাতিয়ার। ফলে যাদের নাম তালিকায় আছে, তারা নিরাপদ থাকবেন, কিন্তু নতুন ভোটার বা পরবর্তী সময়ে যুক্ত হওয়া নামগুলি যাচাইয়ের আওতায় পড়তে পারে। নির্বাচন কমিশন ইতিমধ্যে মাঠপর্যায়ে প্রস্তুতি শুরু করেছে। তাই SIR ঘোষণার আগে নিজের নাম যাচাই করা এখন রাজ্যবাসীর অন্যতম জরুরি কাজ।
