
রাজ্যে ফের শুরু হতে চলেছে কেন্দ্রীয় প্রকল্প মনরেগার ১০০ দিনের কাজ। কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী এই প্রকল্প চালু করার রায় বহাল রাখল সুপ্রিম কোর্ট। সোমবার সর্বোচ্চ আদালত কেন্দ্রের দায়ের করা আবেদন খারিজ করে দেয়। ফলে রাজ্যে ১০০ দিনের কাজ শুরুর পথে আর কোনও আইনি বাধা রইল না। আদালতের নির্দেশ, দ্রুত প্রকল্প চালু করতে হবে এবং দীর্ঘদিনের বকেয়া অর্থও রাজ্যকে মেটাতে হবে অবিলম্বে।
গত প্রায় তিন বছর ধরে পশ্চিমবঙ্গে ১০০ দিনের কাজ কার্যত বন্ধ ছিল। রাজ্যের অভিযোগ ছিল, কেন্দ্র রাজনৈতিক কারণে প্রকল্পে অর্থ বরাদ্দ বন্ধ রেখেছে। অন্যদিকে কেন্দ্রের দাবি, প্রকল্পে ব্যাপক দুর্নীতি হয়েছে এবং বিপুল অঙ্কের টাকা লোপাট করা হয়েছে। এই নিয়ে রাজ্য ও কেন্দ্রের মধ্যে দীর্ঘ টানাপোড়েন চলছিল।
বিতর্কের পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট একটি বিশেষ কমিটি গঠন করেছিল, যারা রাজ্যের একাধিক জেলা ঘুরে প্রকল্পের বাস্তব অবস্থা যাচাই করে। সেই প্রতিবেদনে কিছু অনিয়মের ইঙ্গিত পাওয়া গেলেও আদালত জানায়, দুর্নীতি রোধে পদক্ষেপ নেওয়া যেতে পারে, কিন্তু প্রকল্প বন্ধ রাখা যুক্তিযুক্ত নয়। হাইকোর্ট তাই ১ অগস্ট থেকে ১০০ দিনের কাজ ফের শুরু করার নির্দেশ দিয়েছিল।
সেই নির্দেশের বিরুদ্ধেই কেন্দ্র সুপ্রিম কোর্টে যায়, তবে সোমবার সেই আবেদন খারিজ হয়ে যায়। ফলে আদালতের নির্দেশেই এখন রাজ্যে দ্রুত মনরেগা প্রকল্প শুরু করার বাধ্যবাধকতা তৈরি হয়েছে। আইনজীবী মহলের মত, এই রায় শুধু রাজ্যের আর্থিক দিক থেকেই গুরুত্বপূর্ণ নয়, কাজ হারানো গ্রামীণ শ্রমিকদের জন্যও এটি এক বড় স্বস্তির খবর।
