
উত্তরপ্রদেশে এক আদিবাসী অভিবাসী শ্রমিকের রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে রাজ্যজুড়ে উত্তেজনা ছড়িয়েছে। এই ঘটনায় মৃতের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে আজ বোলপুরের কাছের কাসবা গ্রামাঞ্চলে যাচ্ছেন সাংসদ সমীরুল ইসলামসহ তৃণমূলের এক প্রতিনিধি দল। সূত্রের খবর, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই এই দল সেখানে পৌঁছবে বলে জানা গেছে।
প্রতিনিধি দলে রয়েছেন একাধিক আদিবাসী নেতা, যারা স্থানীয় প্রশাসন ও পরিবার-পরিজনের সঙ্গে কথা বলবেন এবং পুরো ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করবেন। তৃণমূল সূত্রের দাবি, উত্তরপ্রদেশে শ্রমিকদের নিরাপত্তা নিয়ে কেন্দ্রীয় সরকারের উদাসীনতা দিন দিন স্পষ্ট হচ্ছে। কাজের খোঁজে রাজ্যের বহু শ্রমিক উত্তরপ্রদেশ, দিল্লি ও হরিয়ানায় পাড়ি দেন, কিন্তু সেখানেই বারবার এমন নৃশংস ঘটনার শিকার হতে হচ্ছে বলে অভিযোগ।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, মৃত শ্রমিকের পরিবার এখনও শোকে বিহ্বল। পরিবারের পাশে দাঁড়াতে ও আর্থিক সহায়তার বিষয়টিও খতিয়ে দেখা হতে পারে। সমীরুল ইসলাম জানিয়েছেন, তাঁদের উদ্দেশ্য শুধুমাত্র মানবিক—একটি পরিবারের পাশে দাঁড়ানো এবং রাজ্যের মানুষের নিরাপত্তার প্রশ্নে রাজনৈতিক দায়বদ্ধতা দেখানো।
অন্যদিকে, উত্তরপ্রদেশের লখনউতে বিজেপি সাংসদ ব্রিজলালের সাম্প্রতিক মন্তব্য নিয়ে নতুন বিতর্ক দানা বেঁধেছে। তিনি নাকি দলিত সাফাই কর্মীদের সন্ত্রাসবাদী ও বাংলাদেশি বলে কটাক্ষ করেছেন। তার পরই এই ঘটনার প্রেক্ষিতে তৃণমূলের পদক্ষেপকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহল।
রাজ্য রাজনীতিতে এই সফরকে ঘিরে নতুন করে তাপমাত্রা বাড়ছে। বোলপুরের কাসবা গ্রাম এখন সংবাদমাধ্যম ও প্রশাসনের নজরে, কারণ এই সফরের মধ্য দিয়েই তৃণমূল আবারও প্রান্তিক মানুষের পাশে থাকার বার্তা দিতে চাইছে।
