
জলপাইগুড়ির মাটির মেয়ে ও এশিয়ান গেমসের সোনাজয়ী অ্যাথলিট স্বপ্না বর্মন এবার খেলাধুলোর দুনিয়া ছাড়িয়ে রাজনীতির ময়দানে নামতে চলেছেন। সম্প্রতি নিজের গ্রাম ঢিংপাড়ায় বসে তিনি জানিয়েছেন, আগামী ২০২৬ সালে থাকবে বড় চমক। সূত্রের খবর, বিভিন্ন রাজনৈতিক দলের তরফে ইতিমধ্যেই তাঁকে প্রার্থী হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। তবে কোন দলে যোগ দেবেন, তা এখনই স্পষ্ট নয়।
স্বপ্না জানিয়েছেন, তাঁর কাছে একাধিক অফার এসেছে, কিন্তু তিনি কিছু নির্দিষ্ট শর্ত রেখেছেন। উত্তরবঙ্গের কন্যা হিসেবে তাঁর প্রথম লক্ষ্য নিজের এলাকার উন্নয়ন। তিনি মনে করেন, উত্তরবঙ্গে এখনও ক্রীড়াক্ষেত্রে পরিকাঠামোর মারাত্মক অভাব রয়েছে। একটিও সিন্থেটিক ট্র্যাক না থাকায় নতুন প্রজন্মের খেলোয়াড়রা সঠিক সুযোগ পাচ্ছে না। তাই খেলাধুলোর উন্নয়নই তাঁর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।
তাছাড়া তিনি উত্তরবঙ্গে একটি এইমস হাসপাতাল স্থাপন ও শিল্প-উন্নয়নের দাবি তুলেছেন। কর্মসংস্থানের ঘাটতি নিয়েও তিনি ক্ষোভ প্রকাশ করেছেন। যে রাজনৈতিক দল এই দাবিগুলির বাস্তবায়নে প্রতিশ্রুতি দেবে, সেই দলের সঙ্গেই তিনি থাকতে চান বলে জানিয়েছেন।
বর্তমানে রেলে কর্মরত স্বপ্না নিজের গ্রামে ফিরে পরিবারের সঙ্গে কৃষিকাজেও হাত লাগান। সাধারণ জীবনযাপনই তাঁর পছন্দ। খেলাধুলায় ফেরার ইচ্ছা থাকলেও এখন উপযুক্ত কোচ না পাওয়ায় সেটি অনিশ্চিত।
তবে এখানেই শেষ নয়। ভবিষ্যতে উত্তরবঙ্গে নিজের একটি ক্রীড়া অ্যাকাডেমি গড়ার পরিকল্পনাও রয়েছে তাঁর। এজন্য সরকারি সাহায্যের আশায় আছেন স্বপ্না বর্মন। এমনকি নিজের জীবনের ওপর বায়োপিক তৈরির কথাও ভাবছেন তিনি। খেলাধুলার মাঠ থেকে রাজনীতির অঙ্গনে সবমিলিয়ে আগামী বছর বড় চমক দিতে চলেছেন বাংলার গর্ব স্বপ্না বর্মন।
