
কলকাতার কসবায় ফের চাঞ্চল্য ছড়িয়েছে বিজেপি নেতা রাকেশ সিংয়ের নামে নতুন অভিযোগ ঘিরে। সোমবার রাতে ফ্ল্যাট দখল ও মারধরের ঘটনায় ফের গ্রেফতার করা হয়েছে এই বিতর্কিত নেতাকে। সঙ্গে ধরা পড়েছে তাঁর ছেলে শিবম ও মেয়ে সিমরনও।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কসবার একটি বহুতলে রাকেশ সিংয়ের নিজের একটি ফ্ল্যাট রয়েছে। অভিযোগ, একই বিল্ডিংয়ের আরেকটি ফ্ল্যাট দীর্ঘদিন ধরে বেআইনিভাবে দখল করে রেখেছিলেন তিনি। ওই ফ্ল্যাটের মালিক চন্দু খাঁ সোমবার শ্রমিক নিয়ে সেখানে নিজের জিনিসপত্র ফেরাতে গেলে রাকেশ নাকি দলবল নিয়ে হাজির হন। শুরু হয় বচসা, যা মুহূর্তে রূপ নেয় রণক্ষেত্রে। হামলায় গুরুতর জখম হন চন্দু খাঁ ও তাঁর ছেলে সপ্তর্ষি খাঁ। দুজনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, অভিযুক্তদের হাতে ছিল বন্দুক ও ধারালো অস্ত্র। পুলিশ ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে বলে জানা গেছে। ঘটনার পর দ্রুত কসবা থানার পুলিশ অভিযান চালিয়ে রাকেশ সিং ও তাঁর সন্তানদের গ্রেফতার করে।
উল্লেখ্য, কয়েক মাস আগেই প্রদেশ কংগ্রেস দফতরে ভাঙচুরের ঘটনায় গ্রেফতার হয়েছিলেন রাকেশ সিং। পরে জামিনে মুক্তি পেলেও ফের তাঁর নাম জড়িয়ে পড়ল হিংসা ও দখলদারির ঘটনায়। বিজেপির অন্দরেও এই নিয়ে শুরু হয়েছে চাপানউতর।
পুলিশ জানিয়েছে, এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। কসবায় এই ঘটনা ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। স্থানীয়দের মধ্যে রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে এই পুনরাবৃত্ত হামলার ঘটনায়।
