
ভিনরাজ্যে কাজের সন্ধানে গিয়ে ফের এক পরিযায়ী শ্রমিকের প্রাণ গেল। দক্ষিণ ২৪ পরগনার সাগর থানার মন্দিরতলা খেয়া ঘাট এলাকার বাসিন্দা লক্ষীকান্ত বেরা (৪২) কাজের সূত্রে গিয়েছিলেন চেন্নাই। রাজমিস্ত্রির কাজে যোগ দিয়ে কয়েক মাস ধরেই সেখানে থাকছিলেন তিনি। অভাবের তাড়নায় বাড়ি ছেড়ে চেন্নাই পাড়ি দিলেও, শেষ পর্যন্ত সেই রাজ্যেই শেষ হলো তাঁর জীবন।
পরিবার সূত্রে জানা গিয়েছে, রাজমিস্ত্রির কাজের পাশাপাশি রাতের ওভার ডিউটিতে গাড়ি থেকে পাথর খালাসের কাজ করতেন লক্ষীকান্ত। সেই সময় হঠাৎই একগাদা ভারী পাথর গড়িয়ে এসে তাঁর বুকে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাঁকে চেন্নাইয়ের রাজীব গান্ধী হাসপাতালে ভর্তি করা হয়। দ্রুত অপারেশনও করা হয় তাঁর। পরিবারকে ফোনে জানানো হয় দুর্ঘটনার কথা এবং জরুরি অস্ত্রোপচারের অনুমতিও নেওয়া হয়। অপারেশনের পরে কিছুটা সময়ের জন্য চেতনা ফিরে পান লক্ষীকান্ত, পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন। কিন্তু পরে অবস্থার অবনতি ঘটলে মৃত্যু হয় তাঁর।
বৃহস্পতিবার সকালে কফিনবন্দি দেহ ফিরে আসে নিজের গ্রামে। দেহ পৌঁছতেই গোটা এলাকায় নেমে আসে শোকের ছায়া। প্রতিবেশী থেকে আত্মীয় সকলের চোখে জল। পরিবারের দাবি, যদি সময়মতো এবং সঠিক চিকিৎসা হতো, তবে হয়তো লক্ষীকান্তকে বাঁচানো সম্ভব ছিল।
এই মৃত্যুর ঘটনায় আবারও সামনে এল রাজ্যের কর্মসংস্থানের অভাবের তীব্র বাস্তবতা। পরিবারের হাল ধরার আশায় দূর রাজ্যে গিয়েও শেষ পর্যন্ত প্রাণ হারাতে হলো এক সাধারণ পরিশ্রমী মানুষকে। সাগরের গ্রামে এখন শুধু শোকের নীরবতা আর অপূর্ণ স্বপ্নের ভার।
