
রাজ্যে ভোটার বৃদ্ধি নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের অভিযোগ, পশ্চিমবঙ্গে অস্বাভাবিক হারে সংখ্যালঘু ভোটারের সংখ্যা বেড়েছে এবং এর পিছনে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক পরিকল্পনা রয়েছে। তিনি দাবি করেন, গত দুই দশকে বেশ কিছু নির্বাচনী কেন্দ্রে ভোটার বৃদ্ধির হার অস্বাভাবিকভাবে বেড়েছে, বিশেষ করে ডায়মন্ড হারবার ও জয়নগরে। ওই এলাকায় সংখ্যালঘু ভোটার বৃদ্ধির হার ১২৮ শতাংশের কাছাকাছি, যা তাঁর মতে সম্পূর্ণ অস্বাভাবিক এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
শমীকের বক্তব্য, তৃণমূল সরকার সীমান্তবর্তী অঞ্চলগুলিতে পরিকল্পিতভাবে জনসংখ্যার ভারসাম্য পরিবর্তনের পথে হাঁটছে। এর ফলে রাজ্যে বিভাজনের রাজনীতি আরও গভীর হচ্ছে। তিনি অভিযোগ করেন, বিজেপি এই নীতির বিরুদ্ধে ‘ডিটেক্ট অ্যান্ড ডিলিট’ প্রক্রিয়াকে সমর্থন করছে, যার লক্ষ্য হল অবৈধ ভোটারদের শনাক্ত করে তালিকা থেকে বাদ দেওয়া। তাঁর মতে, এই উদ্যোগ দেশজুড়ে শান্তিপূর্ণভাবে চললেও শুধুমাত্র বাংলায় রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে, যা তৃণমূলের ভয়ভীতির রাজনীতির ফল।
বর্তমানে কেন্দ্রের এসআইআর প্রক্রিয়া ঘিরে রাজ্য ও কেন্দ্র সরকারের মধ্যে টানাপোড়েন চলছে। এই প্রক্রিয়ায় ভোটার তালিকা পর্যালোচনার মাধ্যমে অবৈধ নাম মুছে ফেলার কাজ শুরু হয়েছে। তবে রাজ্যে এই প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই শাসক ও বিরোধী দলের মধ্যে রাজনৈতিক চাপানউতোর বেড়েছে। বিজেপির অভিযোগ, তৃণমূল কংগ্রেস ধর্মীয় মেরুকরণ ঘটিয়ে রাজনৈতিক স্বার্থ হাসিলের চেষ্টা করছে, আর তারই প্রমাণ ডায়মন্ড হারবার মডেল। রাজ্যের রাজনীতি এখন এই ইস্যু ঘিরেই সরগরম।
