
মাত্র দিন চারেক আগেই শ্রেয়স আইয়ারের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ পৌঁছে গিয়েছিল চরমে। সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ একদিনের অ্যালেক্স ক্যারির ক্যাচ ধরতে গিয়ে বুকের বাঁদিকের পাঁজরে চোট পেয়েছিলেন টিম ইন্ডিয়ার সহ অধিনায়ক। একাধিক সংবাদ মাধ্যমের রিপোর্টে দাবি করা হয়, এই চোটে মৃত্যু পর্যন্ত হতে পারত তাঁর। তবে এখন আর কোনও ভয় নেই। হাসপাতালের বিছানায় শুয়ে নিজেই নিজের শারীরিক আপডেট দিলেন শ্রেয়স।
স্ক্যান রিপোর্টে জানা গিয়েছিল, পাঁজরের হাড় ফেটে আভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়েছে আইয়ারের। তাঁর প্লীহায় একটি ক্ষতও ধরা পড়ে। সব মিলিয়ে চোট এতটাই গুরুতর ছিল যে তাঁকে স্থানীয় একটি হাসপাতালের আইসিইউতে ভর্তি করতে হয়। পরে চিকিৎসায় সাড়া দিয়ে আইসিইউ থেকে বেরোলেও দেশে ফেরা হয়নি। আপাতত বেশ কিছুদিন সিডনির হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হচ্ছে আইয়ারকে। তবে চিন্তার যে আর কোনও কারণ নেই তা জানিয়ে দিলেন তিনি নিজেই।
দ্রুত সুস্থ হয়ে ওঠার খবর সমাজ মাধ্যমে একটি পোস্ট করে জানিয়েছেন শ্রেয়স। আইপিএলে পাঞ্জাব কিংস দলের অধিনায়ক এই পোস্টে লিখেছেন, “এই মুহূর্তে আমি চিকিৎসাধীন রয়েছি। তবে প্রতিদিনই শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। যেভাবে আপনারা এই কঠিন সময়ে আমাকে সমর্থন করছেন, যেভাবে আমার আরোগ্য কামনা করে একের পর এক বার্তা পাঠাচ্ছেন, তাতে আমি কৃতজ্ঞ। আমার জন্য প্রার্থনা করার জন্য সকলকে ধন্যবাদ।”
জানা গিয়েছে, শ্রেয়স এখন অনেকটাই সুস্থ হয়ে উঠছেন। তবে তাঁকে নিয়ে কোনওরকম তাড়াহুড়ো করতে নারাজ ভারতীয় ক্রিকেট বোর্ড। তাই যতদিন না শরীর বিমানযাত্রার ধকল নেওয়ার জন্য পুরোপুরি তৈরি হচ্ছে, ততদিন অস্ট্রেলিয়াতেই থাকতে হবে তাঁকে। টিম ইন্ডিয়ার সঙ্গে অস্ট্রেলিয়া সফরে যাওয়া চিকিৎসক ডঃ রিজওয়ান খানকেও আইয়ারের দৈনন্দিন সুস্থতা পর্যবেক্ষণ করার জন্য ইতিমধ্যেই সিডনিতে রেখে দেওয়া হয়েছে। এ ছাড়া বিদেশি চিকিৎসকরাও কড়া নজরে রেখেছেন ভারতীয় ওয়ানডে দলের সহ অধিনায়ককে। এ বার তাঁকে পুরোপুরি ফিট হয়ে ওঠার জন্য পর্যাপ্ত সময় দেওয়া হবে।
প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল, হয়ত ৩ সপ্তাহের মধ্যেই মাঠে ফিরতে পারবেন আইয়ার। এখন শোনা যাচ্ছে, সময়টা ৬ থেকে ৮ সপ্তাহ পর্যন্ত হতে পারে। অর্থাৎ ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন একদিনের সিরিজে ফেরা হচ্ছে না আইয়ারের। বোর্ড সূত্রে খবর, সম্ভবত আগামী বছরের শুরুতে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে পারেন আইয়ার।
Shreyas Iyer, Indian Cricket Team, Injury Update, Internal Hemorrhage, IND Vs AUS, ODI Series 2025
