
মুম্বই ইন্ডিয়ান্স ছেড়ে কলকাতা নাইট রাইডার্সে যোগ দিতে চলেছেন রোহিত শর্মা। সম্প্রতি ছড়িয়ে পড়েছিল এই গুজব। অস্ট্রেলিয়ার মাটিতে সদ্য সমাপ্ত একদিনের সিরিজে রোহিত সেরা খেলোয়াড়ের পুরস্কার পাওয়ার পর সহসাই ছড়িয়ে পড়ে গুজবটি। অবশেষে সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দিল খোদ মুম্বই ইন্ডিয়ান্স-ই। মুকেশ আম্বানির ফ্র্যাঞ্চাইজির তরফে জানিয়ে দেওয়া হয়েছে, মুম্বই পল্টন ছেড়ে কোথাও যাচ্ছেন না হিটম্যান।
আগামী ২০২৬ সালের আইপিএলের নিলাম হওয়ার কথা আসন্ন ডিসেম্বর মাসে। সেই নিলামে মুম্বই ছেড়ে রোহিত পাড়ি জমাতে পারেন, এমন কথাই ছড়িয়ে পড়েছিল চারিদিকে। আইপিএলজয়ী কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের বিদায়ের পর সদ্যই কেকেআরের নয়া কোচ নিযুক্ত হয়েছেন টিম ইন্ডিয়ার প্রাক্তন সহকারী কোচ অভিষেক নায়ার। এর পরই রোহিতের নাইট শিবিরে যোগ দেওয়ার গুজব ছড়িয়ে পড়েছিল ক্রিকেট দুনিয়ায়।
নায়ারের সঙ্গে রীতিমত ঘনিষ্ঠ সম্পর্ক রোহিতের। সেই কারণে মনে করা হচ্ছিল, নায়ারের অনুরোধেই শাহরুখ খানের দলে যোগ দেওয়ার কথা ভাবছেন ৫ বারের আইপিএলজয়ী অধিনায়ক। তবে মুম্বই পল্টনের তরফে সমাজ মাধ্যমে পোস্ট করে সরাসরি জানিয়ে দেওয়া হল, কোথাও যাচ্ছেন না রোহিত। অন্ততঃ কেকেআরে তো নয়ই।
একটু বিশেষভাবে পোস্টটি করেছে মুম্বই ইন্ডিয়ান্স ফ্র্যাঞ্চাইজি। রোহিতের ছবি দিয়ে ক্যাপশনে লেখা হয়, “কাল সকালে সূর্য উঠবে এটা নিশ্চিত। তবে রাতে ওঠা কঠিনই নয়, অসম্ভব।” বাকিটা হিন্দিতে লিখলেও রাতকে ইংরেজিতে “at (k)night” লেখা হয়। সেইসঙ্গে ‘night’ -এর আগে ফার্স্ট ব্র্যাকেটে ‘k’ জুড়ে দেওয়া হয় নাইট অর্থে কলকাতা নাইট রাইডার্স বোঝাতে।
এই এক পোস্টেই মুম্বই ফ্র্যাঞ্চাইজি কার্যত বুঝিয়ে দিয়েছে, রোহিতের সঙ্গে তাঁদের সম্পর্কের বুনিয়াদ আজও একইরকম পোক্ত। ২০১১ সালে মুম্বইয়ে যোগ দেওয়ার পর অধিনায়ক হিসেবে দলকে ৫ বার আইপিএল জিতিয়েছেন রোহিত। গত বছর হঠাৎ করেই ছন্দপতন। আইপিএলের ঠিক আগে রোহিতকে সরিয়ে নয়া অধিনায়ক ঘোষণা করা হয় হার্দিক পাণ্ডিয়াকে। এরপর থেকেই বারেবারে রোহিতের কাছে মুম্বই ছেড়ে অন্য দলে যাওয়ার দাবি জানিয়ে এসেছেন সমর্থকরা। এবারেও একইভাবে প্রাক্তন ভারত অধিনায়কের নাইট শিবিরে যোগ দেওয়া নিয়ে ছড়িয়ে পড়ে গুজব। তবে শেষপর্যন্ত তা খারিজ করে দিল খোদ মুম্বই ইন্ডিয়ান্স-ই।
