
পশ্চিমবঙ্গে ১০০ দিনের কাজের প্রকল্প ফের চালুর নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট। যদিও কেন্দ্র সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছিল, দেশের শীর্ষ আদালত হাই কোর্টের সিদ্ধান্তই বহাল রেখেছে। এই পরিস্থিতিতে নতুন কৌশল নিয়েছে রাজ্য বিজেপি। তারা চাইছে, সাংসদদের নজরদারিতে প্রকল্পটি আবার চালু করা হোক। রাজ্য নেতৃত্ব কেন্দ্রীয় সরকারকে সেই পরামর্শ দেওয়ার পরিকল্পনা করছে। রাজনৈতিক মহলের মতে, আদালতের রায় বিজেপিকে চাপে ফেলেছে বিধানসভা ভোটের আগে।
বিগত কয়েক বছর ধরে ১০০ দিনের কাজের প্রকল্প ঘিরে রাজ্য রাজনীতি সরগরম। কেন্দ্র দুর্নীতির অভিযোগ তুলে তহবিল বন্ধ করেছিল, যার প্রতিবাদে তৃণমূলের পক্ষ থেকে ব্যাপক আন্দোলন হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় পর্যন্ত দিল্লিতে ধর্নায় বসেন। আদালতের নির্দেশে এখন কেন্দ্রকে ফের প্রকল্প চালু করতেই হচ্ছে। বিজেপি দাবি করছে, তারাও এই প্রকল্পের পক্ষে, তবে রাজ্যের দুর্নীতির কারণেই এতদিন কাজ বন্ধ ছিল।
অন্যদিকে তৃণমূল জানিয়েছে, সাংসদদের নজরদারিতে প্রকল্প চালানোর কোনও আইনি ভিত্তি নেই। রাজ্যের নোডাল এজেন্সির মাধ্যমেই কাজ চলবে, সেটাই নিয়ম। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আদালতের নির্দেশে প্রকল্প চালুর বাধ্যবাধকতা বিজেপির জন্য বড় অস্বস্তির কারণ, কারণ এতদিন ধরে তারা দুর্নীতির অজুহাতে প্রকল্প বন্ধ রাখার সপক্ষে যুক্তি দিয়েছে। এখন নতুন প্রস্তাব দিয়ে তারা সেই পরিস্থিতি সামাল দিতে চাইছে। পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে এই ইস্যুতে নতুন করে শুরু হয়েছে পাল্টা তর্ক-বিতর্ক।
