
হুগলির সিঙ্গুরে আজ সম্পন্ন হল রতনপুর উদয় সংঘের ৫১তম বর্ষের শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজার কুমারী পূজা। রাজ্যের কৃষিজ বিপণন ও পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী তথা সংঘের সভাপতি বেচারাম মান্না নিজে উপস্থিত থেকে এই শুভ অনুষ্ঠানে কুমারী পূজা সম্পন্ন করেন। সকাল থেকেই পূজা মণ্ডপে ছিল দর্শনার্থীদের ভিড়, ভক্তদের উচ্ছ্বাসে মুখরিত ছিল গোটা এলাকা।
এবারের পূজায় রতনপুর উদয় সংঘ বিশেষভাবে মনোযোগ দিয়েছে প্রতিমা ও প্যান্ডেল নির্মাণে। আধুনিক আলোকসজ্জা, ঐতিহ্যবাহী থিম ও পরিবেশবান্ধব উপকরণ দিয়ে সাজানো হয়েছে গোটা মণ্ডপ। এলাকাবাসীর মতে, প্রতি বছরই এই পূজায় নতুন কিছু উপস্থাপন করে উদয় সংঘ, আর এ বছরও তার ব্যতিক্রম ঘটেনি।
এর আগের দিন, কলকাতার পোস্তায় ব্যবসায়ী সমিতির জগদ্ধাত্রী পূজার মঞ্চ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি পরিদর্শন করেন রতনপুর উদয় সংঘের প্রতিমা ও প্যান্ডেল। তিনি অনলাইনে সিঙ্গুর আন্দোলনের স্মৃতি, বাজেমেলিয়ার সন্তোষী মাতার মন্দির এবং ২০১৬ সালে তাঁর সিঙ্গুর সফরের প্রসঙ্গ উল্লেখ করেন। পাশাপাশি এ বছরের প্রতিমা ও প্যান্ডেলের কারুকার্য এবং নকশার প্রশংসা করেন।
সিঙ্গুর আন্দোলনের সঙ্গে যুক্ত মানুষের কাছে এই পূজা শুধুমাত্র ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং আত্মীয়তা ও ঐক্যের প্রতীক। স্থানীয় বাসিন্দারা জানান, বেচারাম মান্নার নেতৃত্বে পূজাটি শুধু আয়োজনের দিক থেকে নয়, সামাজিক অংশগ্রহণের দিক থেকেও বিশেষ গুরুত্ব পেয়েছে।
দিনভর চলেছে ভক্তদের আনাগোনা, পূজার পর বিতরণ করা হয় প্রসাদ। সন্ধ্যায় আয়োজিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে স্থানীয় শিল্পীরা পরিবেশন করবেন সংগীত ও নৃত্য।
