
রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) নিয়ে শাসক-বিরোধী তরজা চরমে উঠেছে। নির্বাচন কমিশনের এই উদ্যোগকে তৃণমূল কংগ্রেস প্রকাশ্যে বিরোধিতা করছে, অন্যদিকে বিজেপি নেতারা দাবি করছেন তৃণমূল বিভ্রান্তি ছড়াচ্ছে। এই প্রেক্ষাপটে মুখোমুখি হয়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
খড়গপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় ইচ্ছাকৃতভাবে বিষয়টিকে রাজনৈতিক নাটক বানাতে চাইছেন। তাঁর দাবি, তৃণমূল একদিকে নির্বাচন কমিশনের নির্দেশ মানছে, আবার অন্যদিকে জনগণের সামনে ভিন্ন বার্তা দিচ্ছে। দিলীপের বক্তব্যে স্পষ্ট, তিনি অভিষেককে ‘জননেতা’ নয়, বরং রাজনৈতিক ‘নায়ক’ হওয়ার চেষ্টা করছেন বলে কটাক্ষ করেন। তিনি আরও দাবি করেন, তৃণমূল মূলত কংগ্রেস সংস্কৃতির ধারক, তাই দায়িত্বের পরিবর্তে অভিযোগ করাতেই বেশি পারদর্শী।
অন্যদিকে কলকাতায় সাংবাদিক বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, SIR প্রক্রিয়া আসলে ভোটার তালিকা থেকে প্রকৃত ভোটারদের বাদ দেওয়ার এক উপায়। তাঁর আশঙ্কা, এই সংশোধনের আড়ালে বাংলার ভোটাধিকার খর্বের চক্রান্ত চলছে। তিনি হুঁশিয়ারি দেন, বাংলায় ভোটারদের অধিকার কেড়ে নেওয়া হলে তৃণমূল বড় আন্দোলনের পথে নামবে।
নির্বাচন কমিশন জানিয়েছে, ২৮ অক্টোবর থেকে প্রশিক্ষণ ও মুদ্রণ শুরু হয়ে ডিসেম্বর পর্যন্ত চলবে গণনা পর্ব। খসড়া তালিকা প্রকাশিত হবে ৯ ডিসেম্বর, আর চূড়ান্ত ভোটার তালিকা আসবে ৭ ফেব্রুয়ারি ২০২৬। অর্থাৎ বিধানসভা ভোটের আগে কমিশন রাজ্যে ভোটার তালিকা হালনাগাদে তৎপর।
SIR ইস্যুতে দুই দলের এই পাল্টাপাল্টি অবস্থান রাজ্যের রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। একদিকে তৃণমূল বলছে, এটি গণতান্ত্রিক অধিকার হরণের চক্রান্ত, অন্যদিকে বিজেপির দাবি, তৃণমূল ভয় পাচ্ছে কারণ তারা প্রকৃত ভোট গণনা চায় না। রাজ্যের রাজনৈতিক অঙ্গন তাই ফের উত্তপ্ত।
