
শুক্রবার ফের ডার্বি। সুপার কাপে সেমিফাইনালের টিকিট পাকা করার লড়াইয়ে মারগাঁওয়ের ফাতোরদা স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। ডেম্পোর সঙ্গে ড্র করার পর এই ডার্বি যে কোনও মূল্যে জিততে হবে পালতোলা নৌকার মাঝিদের। অন্যদিকে ইস্টবেঙ্গল অবশ্য অনেকটাই সুবিধাজনক অবস্থানে রয়েছে। তাদের ড্র করলেই চলবে।
তবে শুক্রবার ডার্বির পাশাপাশি ডেম্পো বনাম চেন্নাইয়ান এফসি ম্যাচের দিকেও নজর থাকবে বাংলার ফুটবলপ্রেমীদের। সুপার কাপের নিয়মানুযায়ী প্রতি গ্রুপ থেকে একটি করে দলই সেমিফাইনালে উঠবে। এই কারণে দুই চিরপ্রতিদ্বন্দ্বীদের ভাগ্য অনেকটাই নির্ভর করছে এই ম্যাচের ওপর। সন্ধ্যা সাড়ে সাতটা থেকে শুরু ডার্বি। তার আগে বিকেল সাড়ে চারটেয় চেন্নাইয়ের দলটির মুখোমুখি হবে ডেম্পো। যদি এই ম্যাচ ডেম্পো ৪ বা তার বেশি গোলে জিতে যায়, সেক্ষেত্রে জটিল হতে পারে পরিস্থিতি। এমনকি সেমিফাইনালে কোন দল যাবে, তার ফয়সালা হতে পারে টসেও।
ইস্টবেঙ্গল এবং মোহনবাগান, দুই দলই ২ ম্যাচে ৪ পয়েন্ট অর্জন করেছে। তবে গোল পার্থক্যের নিরিখে পয়েন্ট তালিকায় এগিয়ে রয়েছে ইস্টবেঙ্গল। এই পরিস্থিতিতে শেষ চারে পৌঁছতে হলে শুক্রবার ডেম্পোকে অন্ততঃ ৪ গোলে জয় পেতেই হবে। অবশ্য ডেম্পো জিতলেও যদি পরের ম্যাচে অর্থাৎ ডার্বিতে ফয়সালা হয় তা হলে তাদের জন্য আর কোনও সুযোগ থাকছে না। প্রথম দুই খেলায় বাংলার দুই প্রধানের সঙ্গে ড্র করেছে ডেম্পো। শেষ ম্যাচে চেন্নাইয়ানকে হারালে ৩ ম্যাচে তাদের পয়েন্ট হবে ৫। সেক্ষেত্রে ডার্বি যে দল জিতবে, বেশি পয়েন্ট অর্জন করার সুবাদে সেমিফাইনালে চলে যাবে তারাই।
সমস্যা দেখা দিতে পারে যদি ডেম্পো জেতে এবং ডার্বি ড্র হয়। এই পরিস্থিতিতে ডেম্পো যদি ৫ গোল বা তার বেশি ব্যবধানে জয় পায় সেক্ষেত্রে গোল পার্থক্যে এগিয়ে থাকার সুবাদে তারা সেমিফাইনালে চলে যাবে। তবে বিপক্ষকে ডেম্পো ৪ গোলের বেশি দিতে না পারলে ইস্টবেঙ্গলের সঙ্গে তাদের পয়েন্ট এবং গোল পার্থক্য দুইই সমান হবে। সেক্ষেত্রে টস ছাড়া আর কোনও গতি নেই। দুই দলের মধ্যে কারা সেমিফাইনাল খেলবে তা নির্ধারণ করা হবে টসের মাধ্যমে।
