
বিহার বিধানসভা নির্বাচনের আগে ভোটের ময়দানে প্রতিশ্রুতির ঝড় তুলল এনডিএ জোট। শুক্রবার পাটনায় জেপি নাড্ডা, নীতীশ কুমার, চিরাগ পাসোয়ান ও জিতন রাম মাঁজিদের উপস্থিতিতে প্রকাশ করা হল এনডিএ-র নির্বাচনী ইসতেহার ‘সংকল্প পত্র’। এই ঘোষণায় জোট প্রতিশ্রুতি দিয়েছে আগামী পাঁচ বছরে এক কোটি চাকরির সুযোগ সৃষ্টির, দক্ষতা উন্নয়নের জন্য প্রতিটি জেলায় মেগা স্কিল সেন্টার গঠনের এবং বিহারকে গ্লোবাল স্কিল হাব হিসেবে গড়ে তোলার।
মহিলা ক্ষমতায়নের দিকেও জোর দিয়েছে জোট। ‘মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনা’র আওতায় মহিলাদের ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দিয়ে বলা হয়েছে, অন্তত এক কোটি নারীকে ‘লাখপতি দিদি’ বানানো হবে। কৃষকদের জন্যও এসেছে নতুন বার্তা ‘কর্পূরী ঠাকুর কিষাণ সম্মান নিধি’-র অধীনে বছরে ৯ হাজার টাকা আর্থিক সহায়তা পাবেন রাজ্যের কৃষকেরা।
এছাড়াও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, আগামী কয়েক বছরের মধ্যে পাটনা ছাড়াও আরও চারটি শহরে মেট্রো পরিষেবা চালু হবে। দশটি নতুন শিল্প পার্ক এবং ৫০ লক্ষ কোটি টাকার বিনিয়োগের লক্ষ্য নির্ধারণ করেছে এনডিএ। অত্যন্ত অনগ্রসর শ্রেণীর আর্থিক উন্নয়নের জন্য গঠিত হবে উচ্চ পর্যায়ের কমিটি, যা তাদের উন্নতির দিক নির্দেশ করবে।
বিহারে ভোট হবে দুটি দফায় ৬ ও ১১ নভেম্বর, আর ফল ঘোষণা ১৪ নভেম্বর। অপরদিকে, আরজেডি-কংগ্রেস জোট ইতিমধ্যেই ‘বিহার কা তেজস্বী পণ’ ইসতেহারে প্রতিটি পরিবার থেকে একজনকে চাকরির প্রতিশ্রুতি দিয়েছে। এখন দেখার, প্রতিশ্রুতির এই বন্যায় কার ঝুলি ভরে ভোটে।
