
আর মাত্র একটি ধাপ। বৃহস্পতিবার বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫ উইকেটের ঐতিহাসিক জয় ছিনিয়ে নিয়ে ফাইনালে ভারতের মেয়েরা। এ বার সামনে শুধুই দক্ষিণ আফ্রিকা। রবিবার তাদের হারিয়ে সুদৃশ্য ট্রফিটাতে হাত রাখতে পারবেন কি স্মৃতি-হরমনপ্রীতরা? ফাইনালে ভারতীয় নারী বাহিনীর জয়ের সম্ভাবনা কতখানি তা জানিয়েছেন দেশের বিখ্যাত জ্যোতিষী গ্রিনস্টোন লোবো।
এই মুহূর্তে লোবো বিশ্বের অন্যতম খ্যাতনামা জ্যোতিষী। সম্পূর্ণ বিজ্ঞানসম্মত পদ্ধতিতে মানুষের ভাগ্য গণনা করেন। এর আগে গত ২০২৩ বিশ্বকাপে ভারতকে সম্ভাব্য বিজেতা হিসেবে ঘোষণা করেছিলেন তিনি। সেই ভবিষ্যদ্বাণী অল্পের জন্য না মিললেও এর পর ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং চলতি বছরের শুরুতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পুরোপুরি ফলে গিয়েছিল লোবোর ভবিষ্যদ্বাণী। তাঁর কথামতো, দুবারই চ্যাম্পিয়ন হয় রোহিত শর্মার টিম ইন্ডিয়া। আর এ বার চলতি মহিলা বিশ্বকাপেও তিনি বাজি ধরেছেন ভারতের হয়ে।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জেমাইমা রদ্রিগেজের অবিস্মরণীয় শতরানের দৌলতে ৩৩৯ রানের প্রায় অবিশ্বাস্য লক্ষ্যমাত্রা তাড়া করে ফাইনালে উঠলেও প্রতিযোগিতায় একটা সময় ভারতের সেমিফাইনাল খেলা নিয়েই ছিল প্রশ্ন। দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের কাছে টানা তিন হারে কার্যত বেলাইন হয়ে পড়েছিল হরমনপ্রীতদের গাড়ি। এই সময় আর কেউ আশা রাখতে না পারলেও ভারতীয় দলের পাশে দাঁড়িয়েছিলেন গ্রিনস্টোন লোবো। তিনি হরমনপ্রীতের এই দলটির সঙ্গে তুলনা টানেন কপিল দেবের নেতৃত্বাধীন ‘৮৩ বিশ্বকাপজয়ী দলের।
চলতি বিশ্বকাপে খেলা ভারতীয় দলের এক একজন সদস্যকে ‘গ্রে লিজার্ড’ বলছেন লোবো। তাঁর মতে, অ্যাস্ট্রোলজির পরিভাষায় ‘গ্রে লিজার্ড’ তাদেরকেই বলা হয়, যারা ফিনিক্স পাখির মতোই আগুনের লেলিহান শিখা থেকে বেঁচে ফেরার ক্ষমতা রাখে। অর্থাৎ এক কথায়, যারা খাদের কিনারায় পৌঁছে গিয়ে সেখান থেকেও সগৌরবে ফিরে আসতে পারে। সামাজিক মাধ্যমে একটি ভিডিও শেয়ার করে লোবো জানিয়েছিলেন, ১৯৮৩ সালের বিশ্বকাপে কপিল দেব এবং তাঁর সতীর্থরা গ্রে লিজার্ভ ছিলেন বলেই ফাইনালে অপ্রতিরোধ্য ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ট্রফি জিততে পেরেছিলেন। একইভাবে হরমনপ্রীতরাও একেকজন গ্রে লিজার্ভ। এমনকি দলের কোচ অমল মুজুমদারও। তাই তাঁরা শুধু সেমিফাইনালেই পৌঁছবেন, সেইসঙ্গে আরও দুই ধাপ এগিয়ে বিশ্বজয়ের ক্ষমতাও রাখেন।
অন্ততঃ সেমিফাইনালে ফলে গিয়েছে লোবোর ভবিষ্যদ্বাণী। ২০১৭ সালে শেষবার বিশ্বকাপের মঞ্চে হারা অজিদের বিরুদ্ধে সেমিফাইনালের মতো মঞ্চে ৩৩৯ তাড়া করা যে কোনও দলের কাছেই দুঃস্বপ্নের মতো। তবু সেটাই করে দেখিয়েছেন জেমাইমা-হরমনপ্রীত-রিচারা। এবার আর মাত্র একটা ম্যাচই জিততে হবে। রবিবার প্রোটিয়াদের বিরুদ্ধে লোবোর ভবিষ্যদ্বাণী মিলে তবেই ষোলোকলা পূর্ণ।
