
এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার তৃতীয় সেমিস্টারে রাজ্যজুড়ে সাফল্যের দিক থেকে নজর কেড়েছে পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ। এই প্রতিষ্ঠানের দুই ছাত্র যুগ্মভাবে প্রথম স্থান অধিকার করেছে, যা নিয়ে খুশির হাওয়া বইছে গোটা জেলায়।
জানা গিয়েছে, তৃতীয় সেমিস্টারে ১৯৫ নম্বরের মধ্যে ১৯৩ পেয়ে যুগ্মভাবে প্রথম হয়েছে দুই মেধাবী আদিত্য নারায়ণ জানা ও প্রীতম বল্লভ। আদিত্য পাঁশকুড়ার বাসিন্দা এবং প্রীতমের বাড়ি আরামবাগে। তাদের এই অসাধারণ পারফরম্যান্স শিক্ষাজগতে আলোড়ন ফেলেছে। বিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, দুই ছাত্রই অত্যন্ত পরিশ্রমী, নিয়মিত অধ্যবসায়ী এবং শিক্ষক-অভিভাবক সবার কাছেই আদর্শ ছাত্র হিসেবে পরিচিত।
রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের পক্ষ থেকে শুধু এই দুই ছাত্র নয়, এবছরের পরীক্ষায় কৃতিত্ব দেখানো মোট ২৪ জন সফল ছাত্রকেও অভিনন্দন জানানো হয়েছে। বিদ্যালয়ের অধ্যক্ষ ও শিক্ষকবৃন্দ সবাই মিলে এই সফল ছাত্রদের হাতে সম্মাননা তুলে দেন এবং তাদের ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানান।
বিদ্যালয় কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, এই সাফল্যই আগামী দিনের আরও বড় লক্ষ্যপূরণের প্রেরণা। চতুর্থ সেমিস্টার সামনে, তাই ছাত্রদের এখন থেকেই আরও মনোযোগী হয়ে প্রস্তুত হওয়ার আহ্বান জানানো হয়েছে।
পুরুলিয়া জেলায় শিক্ষা ক্ষেত্রের মানোন্নয়নে রামকৃষ্ণ মিশনের ভূমিকা দীর্ঘদিন ধরেই প্রশংসিত। এবার আদিত্য ও প্রীতমের যুগ্ম প্রথম হওয়া সেই ধারারই এক উজ্জ্বল প্রমাণ। অভিভাবক থেকে প্রাক্তন ছাত্র সকলের মুখে এখন গর্বের ছাপ স্পষ্ট। এই ফলাফল নিঃসন্দেহে জেলায় শিক্ষার মান ও অধ্যবসায়ের এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।
