
আগামী রবিবার, ২ নভেম্বর ২০২৫ সকাল ৬টা থেকে দুপুর ২টো পর্যন্ত সম্পূর্ণভাবে বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু। কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগ জানিয়েছে, এই সময়ের মধ্যে সেতুর ওপর দিয়ে কোনও যানবাহন চলাচল করতে পারবে না। হুগলি রিভার ব্রিজ কমিশনার্স অথরিটি (HRBC)-এর তত্ত্বাবধানে সেতুর গুরুত্বপূর্ণ তার (stay cable) ও বেয়ারিংস পরিবর্তনসহ রক্ষণাবেক্ষণ ও পুনর্বাসনের কাজ চলবে। নিরাপত্তা নিশ্চিত করতে এবং ভবিষ্যতে যান চলাচল নির্বিঘ্ন রাখতে এই কাজ জরুরি বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
সেতু বন্ধ থাকার ফলে রবিবার সকাল থেকে শহরে বড়সড় ট্রাফিক পরিবর্তন করা হবে। পশ্চিমমুখী বা হাওড়ামুখী যানবাহনের জন্য বিকল্প রুট নির্ধারিত হয়েছে। এ. জে. সি. বোস রোড বা জ়িরাট আইল্যান্ড দিক থেকে আসা গাড়িগুলি টার্ফ ভিউ হয়ে হেস্টিংস ক্রসিং ঘুরে সেন্ট জর্জ গেট রোড, স্ট্র্যান্ড রোড ও হাওড়া ব্রিজ পথে যেতে পারবে। কেপি রোড দিক থেকে আসা যানবাহন ১১ ফারলং গেট রোড হয়ে একই পথে চালিত হবে।
পূর্ব দিক থেকে বিশেষত সিজিআর রোড বা খিদিরপুর অঞ্চল থেকে আসা যানবাহনগুলিকেও হেস্টিংস ক্রসিং ঘুরিয়ে একই রুটে চালানো হবে। কেপি রোডের ট্রাফিক ওয়াই-পয়েন্ট ও ঘোড়া পাস এলাকা থেকেও বিকল্প পথে ঘোরানো হবে। প্রয়োজনে শহরের অন্যান্য গুরুত্বপূর্ণ রাস্তা যেমন মমতা বন্দ্যোপাধ্যায় সরণি, রসেল স্ট্রিট বা হেস্টিংস রোডও ব্যবহার করা হবে যানবাহনের চাপ সামলাতে।
কলকাতা পুলিশ জানিয়েছে, সকাল ৬টা থেকে দুপুর ২টো পর্যন্ত এই নির্দেশ কার্যকর থাকবে। নাগরিকদের অনুরোধ করা হয়েছে, ওই সময়ে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলতে এবং বিকল্প রাস্তা ব্যবহার করতে। ট্রাফিক পুলিশ শহরের বিভিন্ন মোড়ে অবস্থান করবে যাতে যানজট না তৈরি হয় এবং গন্তব্যে পৌঁছাতে নাগরিকদের অসুবিধা না হয়।
