
কলকাতা: ভোটার তালিকার বিশেষ সংশোধন কর্মসূচি (SIR) ঘিরে যখন রাজ্যজুড়ে রাজনৈতিক তাপমাত্রা বাড়ছে, ঠিক সেই সময় ভবানীপুর থেকে ধরা পড়ল তিন আফগান নাগরিক। অভিযোগ, পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর তাঁরা ভুয়ো পরিচয়ে আধার, প্যান ও ভোটার কার্ড তৈরি করে দীর্ঘদিন ধরে বসবাস করছিলেন। বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে ভবানীপুর থানার পুলিশ অভিযান চালিয়ে তিনজনকেই গ্রেফতার করে।
তদন্তকারীদের সূত্রে জানা গেছে, ধৃতদের বিরুদ্ধে ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্টে মামলা রুজু হয়েছে। এখন পুলিশ খতিয়ে দেখছে কীভাবে এই বিদেশিরা একাধিক সরকারি পরিচয়পত্র সংগ্রহ করতে সক্ষম হলেন এবং এতে কোনও স্থানীয় দালালচক্র জড়িত ছিল কি না।
এই ঘটনার পর প্রশাসনিক মহলে উদ্বেগ বাড়ছে। কারণ, ভবানীপুরের মতো গুরুত্বপূর্ণ ও উচ্চনিরাপত্তার এলাকায় এমন ঘটনা নিরাপত্তা ব্যবস্থার বড় ফাঁককে চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে। রাজনৈতিক মহলেও তোলপাড় পড়েছে। SIR ঘোষণার পর থেকেই বিদেশি অনুপ্রবেশকারীদের ইস্যুতে রাজ্য রাজনীতি উত্তপ্ত। বিজেপি ও তৃণমূল একে অপরকে নিশানা করছে, আর তার মধ্যেই আফগান নাগরিকদের এই গ্রেফতার নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।
এদিকে, উত্তর ২৪ পরগনার স্বরূপনগর সীমান্ত থেকেও বিএসএফ ১১ জন বাংলাদেশিকে আটক করেছে, যাদের মধ্যে নারী ও শিশু রয়েছে। পরপর এই ঘটনাগুলি রাজ্যে সীমান্ত নিরাপত্তা এবং পরিচয় যাচাই ব্যবস্থার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলছে।
ভবানীপুরের ঘটনায় পুলিশ ইতিমধ্যেই স্থানীয় প্রশাসনের সঙ্গে যৌথ তদন্ত শুরু করেছে। প্রশাসন চাইছে, ভবিষ্যতে যাতে বিদেশি নাগরিকেরা এভাবে ভুয়ো পরিচয়ে সরকারি নথি সংগ্রহ করতে না পারে, সে বিষয়ে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
