
কোচবিহারে বুথ লেভেল অফিসারদের গাছে বেঁধে রাখার নির্দেশ ঘিরে তৃণমূল ও বিজেপির মধ্যে উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগ উঠেছে, তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি গিরীন্দ্রনাথ বর্মণ দলীয় কর্মীদের উদ্দেশে বলেছেন, কোনও BLO যদি অসম্পূর্ণ ভোটার তালিকা নিয়ে আসে, তবে তাকে বেঁধে রাখা হোক। এই মন্তব্যের পরেই বিজেপি সরব হয়ে মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে লিখিত অভিযোগ জানিয়েছে। তাদের দাবি, সরকারি দায়িত্বে থাকা কর্মীদের হুমকি দিয়ে নির্বাচনী প্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা করছে শাসকদল।
বিজেপির তরফে জানানো হয়েছে, নির্বাচন কমিশন যদি অবিলম্বে ব্যবস্থা না নেয়, তবে ভবিষ্যতে এই ধরনের ভয় দেখানো ও শারীরিক আক্রমণের ঘটনা আরও বাড়বে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও ঘটনাটিকে গণতন্ত্রের প্রতি হুমকি বলে উল্লেখ করে রাজ্য প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁর মতে, তৃণমূল কংগ্রেস ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়াকে (SIR) রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে এবং এই ধরনের হুমকি তারই বহিঃপ্রকাশ।
অন্যদিকে, তৃণমূলের একাংশের দাবি, বিজেপি রাজনীতিক সুবিধা আদায়ের জন্য ঘটনাটিকে অতিরঞ্জিত করছে। তবে এই বিতর্কের জেরে রাজ্যে SIR প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। নির্বাচন কমিশন ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ সহ ১২টি রাজ্যে বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া শুরু করেছে, যার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পাবে আগামী ৭ ফেব্রুয়ারি ২০২৬। কিন্তু এই ধরনের রাজনৈতিক চাপের মধ্যে BLO-রা কতটা নিরাপদে কাজ করতে পারবেন, তাই এখন বড় প্রশ্ন।
