
রাজ্যের শিল্পক্ষেত্রে সাফল্যের গল্প এবার উঠে আসছে মঞ্চে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আগামী ১৮ ডিসেম্বর কলকাতার ধনধান্য প্রেক্ষাগৃহে আয়োজিত হচ্ছে রাজ্যের প্রথম বিজনেস ইন্ডাস্ট্রি কনক্লেভ। রাজ্যে শিল্পের অগ্রগতি ও বিনিয়োগের বাস্তব চিত্র তুলে ধরতেই এই কনক্লেভের আয়োজন করা হয়েছে।
গত এক দশকে রাজ্যে দেশি ও বিদেশি সংস্থার বিনিয়োগে যেমন নতুন শিল্প গড়ে উঠেছে, তেমনি বেড়েছে কর্মসংস্থানও। এবার সেই সাফল্যের ধারাই প্রদর্শন করবে এই কনক্লেভ। বিভিন্ন খাতের শিল্পপতিরা জানাবেন তাঁদের বিনিয়োগের অভিজ্ঞতা, কর্মসংস্থানের সুযোগ ও ভবিষ্যৎ পরিকল্পনা।
রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, এবার মূলত দশটি খাতকে অগ্রাধিকার দেওয়া হয়েছে ইস্পাত, জেমস ও জুয়েলারি, তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, ফিনটেক ও সেমিকন্ডাক্টর, খাদ্য প্রক্রিয়াকরণ, পর্যটন, টেক্সটাইল, চামড়া এবং ওষুধ শিল্প। এই ক্ষেত্রগুলিতে আরও বিনিয়োগ আনাই কনক্লেভের প্রধান লক্ষ্য।
সরকারের মতে, এই আয়োজন কোনো সাধারণ সম্মেলন নয়, বরং এটি একটি বাস্তবমুখী উদ্যোগ যেখানে শিল্পপতিরা সরাসরি তাঁদের কাজ ও অভিজ্ঞতা ভাগ করবেন। এতে নতুন বিনিয়োগকারীরাও রাজ্যে আগ্রহী হবেন বলে মনে করা হচ্ছে। মুখ্যসচিব মনোজ পন্থ ও বিভিন্ন দপ্তরের সচিবরাও উপস্থিত থাকবেন এই অনুষ্ঠানে।
শিল্প মহল বিশ্বাস করছে, ধনধান্যে অনুষ্ঠিত এই কনক্লেভ রাজ্যের শিল্পায়নে নতুন গতি আনবে। বছরের শেষ দিকেই বাংলার বিনিয়োগ মানচিত্রে এক নতুন অধ্যায়ের সূচনা ঘটতে চলেছে।
